দিল্লির রোহিণীতে এক বাঙালিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। নিহতের নাম দুলার হালদার। বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। দিল্লিতে থাকতেন রোহিণীর সওদা এলাকায়। শনিবার সকালে তাঁকে প্রতিবেশীর সঙ্গে বচসা বেধে যায় তাঁর। ওই বচসার জেরেই প্রতিবেশী তাঁকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ।
৩৬ বছর বয়সি দুলার দিল্লিতে অটো চালাতেন। শনিবার সকাল ১০টায় ঘটনার সূত্রপাত। অজয় নামে এক প্রতিবেশী এবং তাঁর স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুলার। পুলিশ জানিয়েছে, ওই বচসার সময়ে অজয়ের স্ত্রীর উদ্দেশে কটু মন্তব্যও করেন দুলার। এর পরেই পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের বচসা ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ওই সময়েই অজয় রাগের বশে দুলারের গলা টিপে ধরেন বলে অভিযোগ। শ্বাসরুদ্ধ হয়ে সংজ্ঞা হারান তিনি। ঘটনার পরে দ্রুত তাঁকে রামবিহার এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
পুলিশ ইতিমধ্যে ওই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকেও। মৃত দুলারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, ধৃত অজয় একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষক হিসাবে কাজ করেন। অতীতে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজকর্মের অভিযোগ নেই বলেই দাবি পুলিশের। বর্তমানে তাঁকে জেরা করে ঘটনার প্রসঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।