বছর পঞ্চাশের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে খুন করলেন মহারাষ্ট্রের ভিবান্ডি শহরে। অভিযোগ ওই মহিলার সঙ্গে অন্য এক পুরুষের আপত্তিকর অবস্থার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার পরই এই কাজ করেন ওই মহিলার স্বামী। পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণও করেন।
ভিবান্ডি শহরের আনসার নগর এলাকায় ৩ সন্তানকে নিয়ে বসবাস করতেন রফিক মহম্মদ ইউনুস এবং তাঁর স্ত্রী নাসরিন। রফিক একটি পাওয়ার লুমে কাজ করতেন। কিন্তু লকডাউনে কারখানা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েন তিনি। সেই সময় স্বামীকে ছেড়ে সন্তানদের নিয়ে নাসরিন ওই শহরেরই নাগাঁও এলাকায় তাঁর বোনের বাড়িতে চলে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো চোখে পড়ে রফিকের। সেখানে নাকি তাঁর স্ত্রী এবং স্ত্রীর বয়ফ্রেন্ডকে এক সঙ্গে নগ্ন অবস্থায় দেখা গিয়েছে। এর পরই নাসরিনের কাছে পৌঁছে যান রফিক। সেখানে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েক বার কোপান নাসরিনকে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে নাসরিনকে মৃত বলে ঘোষণা করা হয়।