Advertisement
০১ মে ২০২৪
Black Magic

‘কালোজাদু’ করে গ্রামে লোক মারছেন! সন্দেহের বশে বৃদ্ধ দম্পতি এবং নাতনিকে পিটিয়ে খুন

বৃদ্ধ দম্পতি এবং তাঁদের নাতনিকে খুনের ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন বৃদ্ধের পুত্র। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ঘটনায় জড়িত তাঁর তিন ছেলে, জামাইও।

representational image of body

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:২৪
Share: Save:

‘কালোজাদু’ করার অভিযোগ ছিল। বৃদ্ধ, তাঁর স্ত্রী এবং তাঁদের নাতনিকে কুপিয়ে, পিটিয়ে খুন করলেন গ্রামের কয়েক জন। অভিযুক্তদের মধ্যে ছিলেন বৃদ্ধের তিন পুত্র, জামাইও। ঘটনায় ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের গুণ্ডাপুরী গ্রামের ঘটনা।

বৃদ্ধ দম্পতি এবং তাঁদের নাতনিকে খুনের ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন বৃদ্ধের পুত্র। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ঘটনায় জড়িত তাঁর তিন ছেলে, জামাইও। ছুরি, হাতুড়ি নিয়ে দম্পতির উপর হামলা করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম দেবু কুমোতি। তিনি গুণ্ডাপুরী গ্রামে পুরোহিত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রামবাসীদের সন্দেহ হয়েছিল, পৌরোহিত্যের পাশাপাশি দেবু ‘কালোজাদু’ চর্চা করতেন। তার প্রভাবে গ্রামের অনেকে অসুস্থ হয়েছেন। অনেকের মৃত্যুও হয়েছে। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা ক্যানসারে ভুগছিলেন।

দেবু ‘কালোজাদু’ করেন, এই সন্দেহে গ্রামবাসীরা তাঁর ছেলেদের চাপ দিতে থাকেন। বৃদ্ধ দম্পতিকে ‘সরিয়ে ফেলা’-র জন্য জোরাজুরি করেন। তার পরেই দেবু এবং তাঁর স্ত্রীর উপর হামলা করেন ছেলে, জামাই এবং গ্রামের কয়েক জন। সে সময় বৃদ্ধ দম্পতির কাছে ঘুমিয়ে ছিলেন ১০ বছরের নাতনি। সে খবরটি প্রকাশ করে ফেলবে এই ভয়ে তাকেও খুন করা হয়। অভিযুক্ত ন’জনই গ্রেফতার হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Black Magic Murder Couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE