বিবাহিত প্রেমিকার মুখে বিস্ফোরক পাউডার গুঁজে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইসুরুর একটি গ্রামে। যদিও অভিযুক্তের দাবি, মোবাইল ফোন বিস্ফোরণের কারণে মৃত্যু ঘটেছে তাঁর প্রেমিকার।
জানা গিয়েছে, মাইসুরুর হুনসুর তালুকের গেরাসানাহাল্লি গ্রামের বাসিন্দা রক্ষিতা নামে বছর কুড়ির তরুণীর। সোমবার তাঁর নিকটবর্তী ভেড়িয়া গ্রামের একটি লজ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ওই লজে তিনি তাঁর প্রেমিক সিদ্দারাজুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পুলিশ যখন ওই লজের ঘরে পৌঁছোয় তখন দেখে মেঝেতে পড়ে রয়েছে যুবতীর নিথর দেহ। তাঁর মুখের নীচের দিকের অংশ বিস্ফোরণের ফলে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আর মেঝে ভেসে যাচ্ছে রক্তে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে এক দিনমজুরের সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় ওই যুবতীর। কিন্তু বিয়ের পরেও তিনি সিদ্দারাজুর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সোমবার ভেড়িয়া গ্রামের একটি লজে সিদ্দারাজুর সঙ্গে দেখা করতে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, কোনও কারণে লজে থাকাকালী দু’জনের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময় প্রেমিকার মুখে বিস্ফোরক ঢুকিয়ে দেন সিদ্দারাজু। তার পর ‘ট্রিগার’ ব্যবহার করে বিস্ফোরণ ঘটান।
আরও পড়ুন:
বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে চলে আসেন স্থানীয়েরা। তবে সিদ্দারাজু দাবি করেন, মোবাইলে কথা বলার সময় বিস্ফোরণ ঘটে। তার ফলে এই দুর্ঘটনা। তবে স্থানীয়েরা সেই যুক্তি মানতে রাজি না থাকায় পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। তবে তাঁর আগেই স্থানীয়েরা তাঁকে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।