সীমান্তবর্তী রাজ্য জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সব সময়ই আতশকাচের নীচে থাকে। শুধু সীমান্তের ও পার থেকে শত্রুপক্ষের গোলাগুলির হামলা নয়, সাইবার হামলার সম্ভাবনাও এর কারণ। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তাজনিত নানা বিষয় বিঘ্ন না ঘটে সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সরকারি দফতরে পেন ড্রাইভ এবং হোয়াট্সঅ্যাপ নিষিদ্ধ করল প্রশাসন।
গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় সাইবার হানার ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই রাজ্যের বিদ্যুৎ দফতর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরকে নিশানা করেছিল সাইবার অপরাধীরা। সেই সব আক্রমণ থেকে এখনও মুক্ত হতে পারেনি সরকার। এই সব বিষয় মাথায় রেখেই পেন ড্রাইভ এবং হোয়াট্সঅ্যাপ সরকারি দফতরের নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর সরকার।
আরও পড়ুন:
নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘তথ্যের সার্বভৌমত্ব বজায় রাখতে, নিরাপত্তা লঙ্ঘন রোধ করতে এবং গোপনীয় তথ্য সংরক্ষণের জন্যই সরকারি দফতরে হোয়াট্সঅ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে।’’ এ ছাড়াও, পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য নিরাপদ নয় এমন ওয়েবসাইট ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।