কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলিতে মেডিক্যাল রিপ্রেজ়েন্টেটিভ (এমআর)-দের ঢোকা নিষিদ্ধ হল। এই মর্মে নির্দেশিকা জারি করল কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, গত ২৮ মে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিস (ডিজিএইচএস) একটি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিকে ওই নির্দেশ দিয়েছে। নির্দেশের প্রেক্ষিতে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানাতেও বলা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলিতে মেডিক্যাল রিপ্রেজ়েন্টেটিভদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আর এমআর-দের যাবতীয় কাজ ইমেল কিংবা ডিজিটাল মাধ্যম মারফত করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
এমআর-রা বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থায় কাজ করে থাকেন। সংশ্লিষ্ট সংস্থার তৈরি ওষুধের বিক্রি এবং বিপণনের দিকটি দেখে থাকেন তাঁরা। কাজের প্রয়োজনে তাঁরা হাসপাতালে গিয়ে বিভিন্ন চিকিৎসকের সঙ্গে দেখা করেন। কেন্দ্রের একটি সূত্রের খবর, ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে সম্ভাব্য পক্ষপাত এড়াতেই এই সিদ্ধান্ত। আগেই এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। নতুন নির্দেশিকায় পুরনো নির্দেশিকাটিই কঠোর ভাবে অনুসরণ করতে বলা হয়েছে।