বাংলাদেশে গত দু’মাসে (গত বছরের ২৬ নভেম্বর থেকে এ বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত) সংখ্যালঘুদের উপর হামলার ৭৬টি ঘটনা ঘটেছে। সংসদে এ কথা জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি আরও জানান, গত বছরের অগস্ট মাস থেকে বাংলাদেশে ২৩ জন সংখ্যালঘুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, অগস্ট থেকে সে দেশে মন্দিরে হামলার ১৫২টি ঘটনা ঘটেছে বলেও লোকসভায় জানান কেন্দ্রীয় মন্ত্রী।
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। জাতিধর্ম নির্বিশেষে প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করার জন্য আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করে দিল্লি। এ বার সংসদের বাজেট অধিবেশনেও উঠে এল বাংলাদেশের পরিস্থিতির কথা। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ অনিল যশবন্ত দেশাই সংসদে জানতে চান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। গত দু’মাসে বাংলাদেশে কত জন সংখ্যালঘু হেনস্থার শিকার হয়েছে, কত জন আক্রান্ত বা নিহত হয়েছেন, কতগুলি মন্দিরে হামলা হয়েছে সে বিষয়ে প্রশ্ন করেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ। তাঁদের নিরাপত্তার জন্য কূটনৈতিক স্তরে কেন্দ্র কী পদক্ষেপ করেছে, তা-ও জানতে চান তিনি।
লোকসভায় বিদেশ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ঘটনাগুলির উপর নজর রাখছে কেন্দ্র। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথাও বলেছে কেন্দ্র। গত ৯ ডিসেম্বর বিদেশসচিব বিক্রম মিস্রীর বাংলাদেশ সফরের সময়েও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হয়েছে তাঁর।
আরও পড়ুন:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরেছে। সে কথাও লোকসভায় পুনরায় জানান বিদেশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, “গত ১০ ডিসেম্বর বাংলাদেশ সরকার জানিয়েছে, সে দেশে সংখ্যালঘুদের উপর হামলার ৮৮টি ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সে দেশে সংখ্যালঘুদের পরিস্থিতির উপর অবিরাম নজর রাখছেন ঢাকায় ভারতীয় হাই কমিশন।