আবার মুম্বইয়ে বোমা হামলার হুমকি। এ বার বাণিজ্যনগরীর এক হাসপাতালে বোমাতঙ্ক ছড়াল। হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পাঠানো হয়। সেই হুমকি ইমেল পাওয়ার পরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ নায়ার হাসপাতালের ডিনের অফিসিয়াল ইমেল আইডিতে একটি ইমেল আসে। সেই ইমেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসতেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। খবর দেওয়া বম্ব স্কোয়াডকেও।
হাসপাতালের বিভিন্ন প্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালায় পুলিশ কয়েক ঘণ্টা তল্লাশি অভিযানের পরেও হাসপাতাল চত্বরে কোনও সন্দেহজনক কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের অনুমান, ভুয়ো হুমকি ইমেল পাঠানো হয়েছে। কে বা কারা এই হুমকি ইমেলের নেপথ্যে রয়েছেন, তার খোঁজ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
উল্লেখ্য, দিন দুয়েক আগেই মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ হেল্পলাইনে হুমকিবার্তা আসে। সেখানে বলা হয়, মুম্বইয়ের নানা জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে। শুধু তা-ই নয়, আরও বলা হয়, ৪০০ কেজি আরডিএক্স দিয়ে সেই বিস্ফোরণ ঘটিয়ে এক কোটি মানুষকে হত্যা করা হবে। আর সেই বিস্ফোরণ ঘটাতে ৩৪ জন শহরে ঢুকেছে। ১৪ জন পাক জঙ্গিও শহরে ঢুকে পড়েছে বলে হুমকি দেওয়া হয়। পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-ই-জিহাদির নাম উল্লেখ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পরই মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। জারি করা হয় ‘হাই অ্যালার্ট’। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হুমকিবার্তা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত অশ্বিনী কুমারকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই হুমকি দিয়ে ফোন করেছিলেন।