প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দু’ঘণ্টার বক্তৃতায় পহেলগামে নিহত ২৬ জনের সম্পর্কে একটি কথাও বললেন না, আক্ষেপ শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশান্যার।
গত ১২ ফেব্রুয়ারি ঐশান্যার বিয়ে হয়েছিল কানপুরের ব্যবসায়ী শুভমের সঙ্গে। ২২ এপ্রিল স্ত্রীর চোখের সামনে পহেলগামে জঙ্গিদের গুলিতে খুন হন শুভম। ওই হামলার পরে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। চলতি অধিবেশনে সংসদে অভিযানটি নিয়ে আলোচনার সূত্রে ঐশান্যা বলেছেন, “একটাই বড় দুঃখ আমার, উনি (প্রধানমন্ত্রী) ওই ২৬ জনকে নিয়ে কিছু বললেন না। প্রিয়ঙ্কা গান্ধী আর রাহুল গান্ধী, দু’জনকেই ধন্যবাদ, তাঁরা বলেছেন ওই ছাব্বিশ জনের কথা। শুভমের নামও উল্লেখ করেছেন সংসদে। আশা করেছিলাম, ওই ছাব্বিশ জনের সম্মানে প্রধানমন্ত্রী স্যর কিছু বলবেন।”
সংসদে বাদল অধিবেশনে এ নিয়ে আলোচনা চলাকালীনই জম্মু-কাশ্মীরে ‘অপারেশন মহাদেব’ নামে অভিযানে পহেলগাম হামলার মূল চক্রী-সহ তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা। তার পরে সেনার উপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ঐশান্যা। তবে সাম্প্রতিক মন্তব্য সামনে আসার পরে বিরোধী শিবির আশঙ্কা প্রকাশ করছে, গেরুয়া বাহিনীর আইটি সেল এ বারে হিমাংশী নারওয়ালের মতো তাঁকেও নিশানা করা শুরু করবে। পহেলগাম-কাণ্ডে পুরো মুসলিম সমাজ বা গোটা কাশ্মীরকে দায়ী করায় আপত্তি তুলে নৌসেনা আধিকারিক স্বামীকে ওই হামলায় হারানো হিমাংশী সমাজমাধ্যমে হিন্দুত্ববাদীদের আক্রমণের মুখে পড়েছিলেন।
অন্য দিকে, শুভমের পরিবার আজ তীব্র আপত্তি জানিয়েছে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে। ঐশান্যা বলেছেন, পহেলগামে জঙ্গি হামলার তিন মাস মাত্র হয়েছে। এই সময়ে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়াটা নিহতদের অসম্মানের শামিল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মনে হচ্ছে, এই ভাবে আমাদের অনুভূতির জায়গাটায় থাপ্পড় মারা হল। জঙ্গি হামলায় প্রাণ দেওয়া লোকগুলোকে যেন দেশ, বিসিসিআই বা সে যে-ই হোক না কেন, স্রেফ ভুলে মেরে দিয়েছে।” সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)