সাত বছর আগে দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সই হয়েছিল এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঐতিহাসিক চুক্তি। আগামী শুক্রবার সেখানেই আবার বৈঠক করতে চলেছেন দুই রাষ্ট্রনেতা। সরকারি সূত্রের খবর, সেখানে অন্তত ৫৬ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সমঝোতা সংক্রান্ত মউ সই হতে পারে।
কী কী রয়েছে সেই তালিকায়? প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ‘অপারেশন সিঁদুর’-পর্বে পাক হামলা ঠেকাতে নির্ণায়ক ভূমিকা নেওয়া এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও পাঁচটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪-৫ ডিসেম্বর পুতিনের সফরে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে। এ ছাড়া মস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে পন্টসায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) নির্মাণের বিষয়েও সমঝোতা হতে পারে মোদী-পুতিন বৈঠকে। এ ছাড়া পুতিনের প্রস্তাব মেনে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ (‘ফেলন’ নামে যা পরিচিত) নির্মাণের বিষয়ে সায় দিতে পারেন মোদী।
আরও পড়ুন:
এর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত অংশীদারি নিয়ে কয়েকটি মউ সইয়ের সম্ভাবনা রয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে কর্ণপাত না করে রাশিয়ার থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে ভারত। যার পরিণতিতে ভারতীয় পণ্যে জরিমানা-সহ বাড়তি শুল্ক বসিয়েছেন ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরে এই প্রথম বার ভারতে আসছেন পুতিন। প্রতিরক্ষার পাশাপাশি তাঁর এই সফরে নির্মাণক্ষেত্র, বয়নশিল্প, ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্সক্ষেত্র নিয়ে নতুন পথে হাঁটার সূচনা করতে পারে নয়াদিল্লি ও মস্কো। রাশিয়ার ওই ক্ষেত্রগুলিতে ভারতীয় পেশাদারদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি ঘোষণা করতে পারেন পুতিন।