যুদ্ধক্ষেত্রে রুশ ফৌজের অগ্রগতির মধ্যেই এ বার ঘরোয়া পরিস্থিতি নিয়েও চাপে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। শুক্রবার তাঁর দফতরের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমাকের বাড়িতে হানা দিল দুর্নীতিদমন বিভাগ!
ঘটনার জেরে শুক্রবার রাতেই ইয়েরমাস ইস্তফা দিয়েছেন বলে ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর জানিয়েছে। ৫৪-বছরের ইয়েরমাক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শদাতা হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু গত কয়েক মাসে তাঁর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে গত জুলাই মাসে ইয়েমাকের পরামর্শে ইউক্রেন পার্লামেন্টে দুর্নীতিবিরোধী তদন্ত সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাশ করিয়ে বিরোধী রাজনৈতিক দল, এমনকি ইউক্রেনের আমজনতার একাংশের ক্ষোভের নিশানা হয়েছিলেন জ়েলেনস্কি।
আরও পড়ুন:
বিরোধীদের অভিযোগ ছিল, নতুন আইন কার্যকর হলে দুর্নীতিদমন সংস্থাগুলির হাত থেকে ক্ষমতা কেড়ে তা প্রশাসনের হাতে দেওয়া হবে। ফলে প্রশাসনিক কর্তাদের মধ্যে দুর্নীতি আরও বাড়বে। শেষ পর্যন্ত চাপের মুখে আইন কার্যকর মুলতুবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এই আবহে ইউক্রেনের দুর্নীতিদমন সংস্থা ‘ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো’ (নাবু) আদালতের অনুমোদন নিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইয়েরমাকের বাড়িতে। সূত্রের খবর, অর্থের বিনিময়ে সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা-সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে জ়েলেনস্কির প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। তবে এখনও তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রুজু করা হয়নি।