Advertisement
E-Paper

আফগানিস্তান থেকে উড়ে আসা ড্রোন নিশানা করল চিনা নাগরিকদের! হত তিন, কাবুলকে কড়া বার্তা দিল বেজিং

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে ড্রোন হামলায় হতাহতেরা চিনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএম-এ কর্মরত ছিলেন বলে জিনপিং সরকার জানিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৩:৫২
Three Chinese nationals killed in Afghanistan- Tajikistan border by drone attack

ড্রোন হামলায় বিধ্বস্ত চিনা কনভয়। ছবি: রয়টার্স।

বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় নিহত হলেন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে কর্মরত তিন চিনা নাগরিক। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ওই হামলায় আরও দু’জন চিনা নাগরিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালের ওই ঘটনার জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকার।

হামলাকারী ড্রোনটি আফগানিস্তানের ভূখণ্ড থেকে উড়ে এসেছিল বলে তাজিকিস্তানের রাজধানী দুশানবের চিনা দূতাবাস জানিয়েছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে ড্রোন হামলায় হতাহতেরা চিনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএম-এ কর্মরত ছিলেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ওই এলাকায় স্বর্ণখনিতে কাজ করতেন তাঁরা। তবে তালিবান শাসিত আফগানিস্তানের কোন গোষ্ঠী এই হামলায় জড়িত, তা নিয়ে কোনও মন্তব্য করেনি বেজিং।

তাজিকিস্তান সরকারের কাছে ঘটনার উপযুক্ত তদন্তের অনুরোধ করেছে চিনা বিদেশ মন্ত্রক। আফগানিস্তানের তালিবান সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদিও কাবুলের তরফে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। গত কয়েক বছরে একাধিক বার পাকিস্তানের বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় চিনা নাগরিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। তার জন্য বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে ইসলামাবাদ। আফগানিস্তানের মাটিতে পাক বিমানহামলার জেরে দু’পক্ষের সীমান্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে চিনের হুঁশিয়ারিতে আফগান তালিবানের উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Drone Attack Afghanistan Tajikistan Xi Jinping Afghan Taliban Pakistan vs Afghan Taliban China taliban
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy