পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সেই জ়িপ লাইন থেকে তোলা ভিডিয়ো এখনও দেশবাসীর মন থেকে আবছা হয়ে যায়নি। এ বার রোপওয়েও চালু হবে সেই বৈসরন উপত্যকায়। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) থেকে রোপওয়ের কাজের জন্য ইতিমধ্যে সবুজ সঙ্কেতও পেয়ে গিয়েছে জন্মু ও কাশ্মীর সরকার।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে রোপওয়ে চালু করার জন্য আগেই উদ্যোগী হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে প্রকল্পের দায়িত্বে রয়েছে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন’। চলতি সপ্তাহে জম্মু ও কাশ্মীরের বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পহেলগাঁওয়ের বিধায়ক আলতাফ আহমেদ ওয়ানি জানান, একটি সংস্থাকে এই কাজের জন্য বরাত দেওয়া হয়েছিল। কিন্তু পহেলগাঁওকাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে ওই কাজ শুরু করা যায়নি।
বস্তুত, পহেলগাঁওকাণ্ডের পরে ওই জঙ্গিহানার তদন্ত চালাচ্ছে এনআইএ। তাই সেখানে রোপওয়ে তৈরি করা যাবে কি না, সে বিষয়ে এনআইএ-র থেকে জানতে চেয়েছিল জম্মু ও কাশ্মীর সরকার। রবিবার এনআইএ আধিকারিক সূত্রে জানা যায়, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় রোপওয়ের কাজে অনুমোদন দিয়েছে তদন্তকারী সংস্থ। এনআইএ-র এক আধিকারিক পিটিআইকে বলেন, “এ বিষয়ে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি, তদন্তের দিক থেকে আমাদের কোনও আপত্তি নেই।”
আরও পড়ুন:
বৈসরন উপত্যকায় এই ১.৪ কিলোমিটার রোপওয়ের জন্য ৯ হেক্টরের কিছু বেশি জমির প্রয়োজন। জম্মু ও কাশ্মীরের বন দফতরের জমিতেই সেটি তৈরি হবে। পহেলগাঁওয়ের যাত্রীনিবাস থেকে বৈসরন পর্যন্ত যাতায়াত করা যাবে এই রোপওয়ের মাধ্যমে।