তাজমহলের সামনে একটি গাড়ির ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে যায়। গাড়িটি দাঁড় করানো ছিল। পার্কিংয়ের দায়িত্বে থাকা এক কর্মীর হঠাৎ নজর পড়ে গাড়িটির দিকে। তখন তিনি দেখেন গাড়ির সামনের পিছনের দরজার কাচ তোলা। ভিতরে এক বয়স্ক ব্যক্তি ছটফট করছেন। কৌতূহলবশত ওই কর্মী গাড়ির কাছে যেতেই চমকে ওঠেন। তিনি দেখেন গাড়ির ভিতরে এক শীর্ণকায় বৃদ্ধ। তাঁর হাত-পা বাঁধা। ছটফট করছেন।
সঙ্গে সঙ্গে তিনি তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের জানান। তাঁরা এসে গাড়ির জানলার কাচ ভাঙেন। তার পর দরজা খুলতেই দেখেন ওই বৃদ্ধ দম নেওয়ার জন্য ছটফট করছেন। আশপাশের লোকজনও চলে আসেন। বৃদ্ধকে উদ্ধার করা হয়। গাড়ির মালিকের খোঁজ শুরু হয়। তার পর দেখা যায়, মহারাষ্ট্র থেকে একটি পরিবার তাজমহল দেখতে এসেছিল। বৃহস্পতিবার তাঁরা সকলে গাড়ি পার্কিং করে তাজমহল দেখতে ঢোকেন। পরিবারের ছ’জন তাজমহল দেখায় ব্যস্ত ছিলেন। সেই সময়েই গাড়ির ভিতর থেকে ওই বৃদ্ধ উদ্ধার হয়।
আরও পড়ুন:
তাজমহলের নিরাপত্তায় থাকা এক ইনস্পেক্টর কুঁয়ার সিংহ বলেন, ‘‘পার্কিংয়ের এক কর্মী আমাদের কাছে এসে জানান গাড়ির ভিতরে এক বৃদ্ধ ছটফট করছেন। সেই খবর পেয়েই তাঁরা বৃদ্ধকে উদ্ধার করেছেন। তাঁর চিকিৎসা করানো হয়।’’ বাইরে হইচই শুনে ওই পরিবার বেরিয়ে আসে। তাঁদের মধ্যে এক জন দাবি করেন, বৃদ্ধ লোকটি তাঁর বাবা। তার পরই বৃদ্ধকে আবার গাড়িতে তুলে সেখান থেকে চলে যান।