ঝড়বৃষ্টির মধ্যেই ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে চলছিল মাওবাদী দমন অভিযান। পুলিশ এবং সিআরপিএফের সেই যৌথ অভিযানের মধ্যে আচমকা বজ্রপাতে মৃত্যু হল সিআরপিএফের এক জওয়ানের। বজ্রাহত হয়েছেন আরও এক জওয়ান। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার সিআরপিএফের তরফে এই খবর পাওয়া গিয়েছে।
সিআরপিএফ সূত্রে খবর, দুর্ঘটনাটি হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগদ। সিংভূম জেলার কেরিবুড়ুর গভীর জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশ। বৃহস্পতিবার কয়েক দফায় ওই জায়গায় বৃষ্টি হয়। তার মধ্যেই অপারেশন চলছিল।
তবে বিকেলের দিকে জঙ্গলে হঠাৎ বাজ পড়ে। তাতে মৃত্যু হয় ৪৬ বছরের এম প্রভু সিংহের। তিনি ২৬ নম্বর ব্যাটেলিয়নের সেকেন্ড-ইন-কমান্ড অফিসার ছিলেন। তাঁর বাড়ি মণিপুরের ইম্ফলে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর। সুবীর মণ্ডল নামে এক সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। ৪৯ বছরের সুবীর উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তিনি এখন ঝাড়খণ্ডেরই একটি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি ঝাড়খণ্ড পুলিশের দুই কর্মীও বাজ পড়ে জখম হয়েছেন। তাঁদেরও চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
বৃষ্টির মধ্যে আহতদের উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হয়েছিল সিআরপিএফ এবং পুলিশকে। বেশ কিছু ক্ষণ পরে তাঁদের উদ্ধার করা গিয়েছে। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিআরপিএফ। দুর্ঘটনার খবর পাঠানো হয়েছে আহতদের বাড়িতেও।