মানুষখেকোর আতঙ্ক ফের তাড়া করতে শুরু করেছে উত্তরপ্রদেশের বহরাইচের বাসিন্দাদের। গত বছরের সেপ্টেম্বরে বহরাইচে মানুষখেকো নেকড়ের আতঙ্ক ছড়িয়েছিল। এ বার বাঘের আতঙ্ক ছড়াল বহরাইচের ধর্মপুর রেঞ্জে। রবিবার সন্ধ্যায় কাতারনিয়াঘাট অভয়ারণ্যের ধর্মপুর রেঞ্জে বাঘের হানায় মৃত্যু হল এক তরুণের।
ইন্দল নিশাদ নামে ২৮ বছর বয়সি ওই তরুণ ধর্মপুর রেঞ্জের হরখাপুর গ্রামের বাসিন্দা। বিভাগীয় বন আধিকারিক জানান, রবিবার সন্ধ্যায় এলাকারই একটি খালের কাছে গিয়েছিলেন তরুণ। গ্রামবাসীরা বন দফতরকে জানিয়েছেন, ওই সময়েই বনের ভিতর থেকে একটি বাঘ বেরিয়ে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। নিশাদের চিৎকার শুনে গ্রামবাসীরা সে দিকে ছুটেও গিয়েছিলেন। কিন্তু তত ক্ষণে বাঘ তাঁকে টানতে টানতে আখ ক্ষেতের ভিতরে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পরে নিশাদের ক্ষতবিক্ষত দেহ ক্ষেতের মধ্যে ফেলে জঙ্গলে ফিরে যায় বাঘটি।
বিভাগীয় বন আধিকারিকও জানান, ক্ষতের চিহ্ন দেখে বাঘের আক্রমণ বলেই অনুমান করা হচ্ছে। তবে তরুণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই এ বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা সম্ভব হবে বলে জানান তিনি। সম্প্রতি বহরাইচেরই অন্য এক প্রান্তে বন্যপ্রাণীর হানার দুই শিশুর মৃত্যু হয়েছে। কোন বন্য জন্তু হামলা চালিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে দেহাংশের ক্ষতচিহ্ন দেখে কেউ কেউ অনুমান করছেন, নেকড়ের হামলাতেই ওই দুই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।
আরও পড়ুন:
গত মঙ্গলবার বহরাইচের পরাগপুরা গ্রামে মৃত্যু হয় তিন বছরের এক শিশুর। গত বৃহস্পতিবার সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সিপাহিয়া ভোরা গ্রামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়। কোন জন্তু তাদের উপর হামলা চালিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিভাগীয় বনাধিকারিক রাম সিংহ যাদব নিশ্চিত করেছেন, ওই এলাকায় নেকড়ের পায়ের ছাপ মিলেছে। তা দেখে অনুমান করা হচ্ছে, নেকড়ের হানাতেই মৃত্যু হয়ে থাকতে পারে ওই দুই শিশুর।
গত বছরে বহরাইচে ছ’টি নেকড়ের একটি দল হামলা চালাচ্ছিল বেশ কয়েকটি গ্রামে। মানুষখেকো সেই নেকড়ের দলের হামলায় ন’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক মহিলা ছাড়া বাকি আট জনই শিশু। আহতের সংখ্যাও ছিল ৫০-এর বেশি। এ বার ফের এক পর এক মানুষখেকো জন্তুর হানা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বহরাইচের বাসিন্দাদের মনে।