এ ভাবেও ফিরে আসা যায়। টুইট-ট্রেন্ডিংয়ের শীর্ষে আবার নির্মলা ‘তাই’, অর্থাৎ নির্মলা দিদি। ‘মিলেনিয়াল’-পর্বের পরে আবার সবাই বলছেন, #সেইটলাইকনির্মলাতাই— সবাই নির্মলা দিদির মতো বলো!
পেঁয়াজের দাম বৃদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার জানিয়েছেন, তিনি পেঁয়াজ-রসুন খান না। তাঁর এই ‘যুক্তি’ শুনেই জোর তামাশা সমাজমাধ্যমে। বৃহস্পতিবার সংসদ চত্বরে নির্মলার মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও কটাক্ষ করে বলেন, ‘‘উনি কি অ্যাভোকাডো খান?’’
বুধবার সংসদে বিতর্কের সময় অর্থমন্ত্রী জানান, ফলন খুব কম হয়েছে বলে মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিরোধী সাংসদ তাঁকে প্রশ্ন করেন, ‘‘আপনি কি মিশরের পেঁয়াজ খান?’’ নির্মলা বলেন, ‘‘পেঁয়াজ, রসুন খাই না বললেই চলে। তাই আমাকে নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি যে পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজের চল নেই।’’ ভাইরাল হয়ে যায় নির্মলার বক্তব্যের ভিডিয়োও। ব্যঙ্গ শুরু হয়। তাতে অবশ্য দমেননি নির্মলার সহকর্মী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অশ্বিনী চৌবে। এ দিন সংসদ চত্বরে তিনি বলেন, ‘‘আমি নিরামিষাশী। পেঁয়াজের স্বাদই জানি না। আমার মতো একজন পেঁয়াজের দরদাম কী করে জানবে?’’ তবে দিনভর চর্চায় ছিলেন নির্মলাই।