Advertisement
১০ মে ২০২৪
Chhattisgarh

ভারতীয় হয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন! ছত্তীসগঢ়ের প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ

এই ঘটনার পর স্থানীয় কয়েক জন বিজেপি নেতা-কর্মী সারিয়া থানার বাইরে বিক্ষোভ দেখান। অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক বলেও দাবি করেন বিজেপির ওই নেতা-কর্মীরা।

অভিযুক্ত মুস্তাকের বাড়ি সারিয়া শহরের অটল চক এলাকায়।

অভিযুক্ত মুস্তাকের বাড়ি সারিয়া শহরের অটল চক এলাকায়। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
রাইপুর (ছত্তীসগঢ়) শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১৩:৩৯
Share: Save:

ভারতীয় হয়ে বাড়িতে পাকিস্তানের পতাকা উত্তোলন! অভিযোগ আসতেই পুলিশের হাতে গ্রেফতার হলেন প্রৌঢ়। ছত্তীসগঢ়ের সারানগড়-ভিলাইগড় জেলার সারিয়া শহরের অটল চক এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মুস্তাক খান। তিনি পেশায় ফল বিক্রেতা।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত মুস্তাকের বাড়ি সারিয়া শহরের অটল চক এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজের বাড়িতে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। সেই সময় স্থানীয় কিছু মানুষ এই ঘটনা দেখে ফেলেন। পুরো বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পতাকাটি নামিয়ে সেটি বাজেয়াপ্ত করে। এর পরই ৫২ বছর বয়সি মুস্তাককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও খবর।

এই ঘটনার পর স্থানীয় কয়েক জন বিজেপি নেতা-কর্মী সারিয়া থানার বাইরে বিক্ষোভ দেখান। অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক বলেও দাবি করেন বিজেপির ওই নেতা-কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chattishgarh Pakistan Flag man arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE