Advertisement
০৫ মে ২০২৪
Infiltration

জম্মুতে অনুপ্রবেশের চেষ্টা, সেনার নজর ঘোরাতে জঙ্গলে আগুন জঙ্গিদের! গুলিতে মৃত এক

শনিবার ভোররাতে নজরদারির যন্ত্রে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়ে রক্ষীদের। তখনই সতর্ক হন। অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালান জওয়ানেরা।

image of kashmir

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২
Share: Save:

সীমান্তরক্ষীদের নজর ঘোরানোর জন্য আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জঙ্গলে আগুন লাগানোর অভিযোগ পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে। যদিও তাতে শেষরক্ষা হয়নি। পাকিস্তান থেকে জম্মুতে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয় ভারতীয় নিরাপত্তাবাহিনী। শনিবার ভোররাতে আখনুর সেক্টরের খৌরে সশস্ত্র চার জঙ্গিকে অনুপ্রবেশ করতে দেখে গুলি চালান জওয়ানেরা। এক জনের মৃত্যু হয়।

শনিবার ভোররাতে নজরদারির যন্ত্রে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়ে রক্ষীদের। তখনই সতর্ক হন। অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালান জওয়ানেরা। তাতে মৃত্যু হয় এক জনের। ভারতীয় সেনার এক অফিসার জানিয়েছেন, মৃতদেহটি টেনে নিয়ে সীমান্তের ওপারে চলে যায় অনুপ্রবেশকারীরা।

গত বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনাবাহিনীর দু’টি গাড়ি লক্ষ্য করে হামলা করে জঙ্গিরা। নিহত হন চার জওয়ান। আহত আরও তিন। ভারতীয় সেনা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০ ডিসেম্বর রাত থেকে রাজৌরি, খানামাণ্ডি, ডেরা কি গলি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। ২১ ডিসেম্বর দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ সেনাবাহিনীর দু’টি গাড়ি অভিযানস্থলে যাচ্ছিল। তখনই সেগুলিকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jammu and Kashmir Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE