দীর্ঘ প্রায় তিন দশক পরে রাজধানী দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। পর্যুদস্ত হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি। সেই আবহে এ বার সমাজমাধ্যমে কেজরীরই ভোটপ্রচারের ভিডিয়ো পোস্ট করে সরাসরি তাঁকে কটাক্ষ করলেন সদ্যনির্বাচিত বিজেপি বিধায়ক প্রবেশসিংহ বর্মা। সঙ্গে জুড়ে দিলেন দু’লাইনের শায়েরিও!
আরও পড়ুন:
ভোটপ্রচার পর্বে বার বার বিজেপিকে আক্রমণ করেছেন আপ প্রধান কেজরীওয়াল। প্রতি বারই তাঁর গলায় ছিল আত্মবিশ্বাসের সুর। জয় নিয়ে এতটাই আত্মপ্রত্যয়ী ছিলেন কেজরী, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘‘এই জন্মে আপ-কে পরাস্ত করে দেখান! আপ-কে হারাতে গেলে আপনাকে পুনর্জন্ম নিতে হবে!’’ জয়ের পর সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ভাগ করে নিয়েছেন প্রবেশ। সঙ্গে জুড়ে দিয়েছেন দু’লাইনের শায়েরিও, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘যে এত দিন সিংহাসনে বসেছিল, নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে দিয়েছিল সে!’’
আরও পড়ুন:
১৯৯৮ সালের পর দিল্লিতে ফের সরকার গড়তে চলেছে আপ। ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টিতেই জয়ী হয়েছে বিজেপি। তবে বিধানসভা নির্বাচনে জিতলেও দিল্লির মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন, তা নিয়ে এখনও জল্পনা চলছে। অনেকে মনে করছেন, আপ প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরীকে হারিয়ে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন প্রবেশই। কেজরীওয়ালকে নয়াদিল্লি আসনে ৪,০৮৯ ভোটে হারিয়েছেন প্রবেশ। তবে যাবতীয় জল্পনার উল্টো দিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র প্রবেশ যদিও জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। একই বক্তব্য দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবেরও।