Advertisement
E-Paper

পর পর ত্রুটি, কোনও বোয়িং ৭৮৭ না-ওড়ানোর পরামর্শ পাইলটদের, প্রতিক্রিয়া জানাল এয়ার ইন্ডিয়া

বিমানচালকদের সংস্থার দাবি, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের সঙ্গে সঙ্গে পর পর যে ঘটনাগুলি ঘটছে, তা বিমানসংস্থার ‘দুর্বল পরিষেবা’র দিকেই ইঙ্গিত দেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২১:৪৫
Pilots body of India reacts on Air India\\\\\\\'s Boeing 787 planes tragedy

এয়ার ইন্ডিয়া বিমানে পর পর ত্রুটির ঘটনায় মুখ খুলল ভারতের বিমানচালক সংস্থা। — ফাইল চিত্র।

আবার প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান! এয়ার ইন্ডিয়ার এই জাতীয় বিমান আর চালানোর পক্ষপাতী নয় বিমানচালকদের সংগঠন ‘দ্য ফেডারেশন অফ ইন্ডিয়াv পাইলট্‌স’ (এফআইপি)। বিমানচালকদের সংস্থার দাবি, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের সঙ্গে সঙ্গে পর পর যে ঘটনাগুলি ঘটছে, তা বিমানসংস্থার ‘দুর্বল পরিষেবা’র দিকেই ইঙ্গিত দেয়।

বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেওয়া এআই-১৫৪ বিমানটিতে মাঝআকাশে ত্রুটি হয় বলে সন্দেহ করা হয়। পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান। পাইলটের থেকে বার্তা পেয়ে বিমানটিকে দুবাইয়ের দিকে ঘুরিয়ে নিতে বলা হয়। তার পর সেখানে নিরাপদে অবতরণ করানো হয় বলে বিমান সংস্থা সূত্রে জানানো হয়। শুধু সেই ঘটনা নয়, গত কয়েক দিনে বার বার এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানে নানা সমস্যা প্রকাশ্যে এসেছে।

গত ৩ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বো থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা লাগে। চেন্নাই বিমানবন্দরে অবতরণের সময় বিষয়টি নজরে আসে। তবে নিরাপদেই বিমানটিকে অবতরণ করান পাইলট। বিমানে ১৫৮ জন যাত্রী ছিলেন। তার কিছু দিন আগে অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান বার্মিংহামে অবতরণ করার সময় আচমকা জরুরি যন্ত্র খুলে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে। জানা গিয়েছিল, অবতরণের সময় বিমানের জরুরি টার্বাইন (রাম এয়ার টার্বাইন) চালু হয়ে যায়। বিষয়টি বিমানের কেবিন ক্রুদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তা জানানো হয় পাইলটকে। তবে তার জন্য বড় কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছিলেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এই সব ঘটনা প্রকাশ্যে আসার পরই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন তোলে বিমানচালকদের সংস্থা। পর পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছে এয়ার ইন্ডিয়া। বার্মিংহামগামী বিমানের ত্রুটির বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে রাম এয়ার টার্বাইন খুলে যাওয়ার বিষয়টি ‘অনিয়ন্ত্রিত’ ছিল।

Air India Boeing 787 Dreamliners
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy