Advertisement
E-Paper

জি২০: মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা মোদীর! ফেন্টানিল নিয়েও উদ্বেগ, পাকিস্তানের পাশাপাশি কি ঘুরিয়ে বার্তা দিলেন চিনকেও

শনিবার থেকে দক্ষিণ আফ্রিকার জোহান্‌সবার্গে শুরু হয়েছে দু’দিনের জি২০ সম্মেলন। প্রারম্ভিক বক্তৃতায় মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আরও তিন দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৮:৪৯
শনিবার দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত জি২০ সম্মেলন ‘বয়কট’ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই মনে করছেন, ট্রাম্পের অনুপস্থিতিতে সম্মেলন জুড়ে ‘প্রতিপত্তি’ দেখানোর সুযোগ রয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের। তবে সেই ‘লক্ষ্যে’ কিছুটা বাদ সাধল ভারত। সম্মেলনের প্রারম্ভিক বক্তৃতাতেই মাদক পাচারের বিরুদ্ধে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেনে আনলেন, সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত মাদকদ্রব্য ‘ফেন্টানিল’-এর প্রসঙ্গও।

পাকিস্তান থেকে ভারতে মাদক পাচারের চেষ্টা হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ নয়াদিল্লির। বিশেষ করে পঞ্জাবে সীমান্তলাগোয়া এলাকায় বিএসএফ-এর অন্যতম উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এটি। মাথাব্যথা বেড়েছে পঞ্জাব পুলিশেরও। মাঝে মধ্যেই সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের দিক থেকে আসা ড্রোন উদ্ধার হয়। গোয়েন্দাদের অনুমান, অস্ত্রপাচারের চেষ্টার পাশাপাশি ড্রোনের মাধ্যমে মাদকও পাচারের চেষ্টা করে পাকিস্তান। এ অবস্থায় আন্তর্জাতিক মঞ্চে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বার্তার যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

পাশাপাশি ফেন্টানিলের প্রসঙ্গও আলাদা ভাবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার ক্ষমতায় আসার পরে ফেন্টানিলের কথা বার বার উঠে এসেছে সংবাদ শিরোনামে। এটি হল একটি সিন্থেটিক ড্রাগ, যা বেদনানাশক হিসাবে ব্যবহৃত হয়। তবে এটি মাদক হিসাবেও ব্যবহার হয়। হেরোইনের চেয়ে ৪০ গুণ বেশি শক্তিশালী এই মাদক গত কয়েক বছরে আমেরিকায় ছেয়ে গিয়েছে বলে অভিযোগ ট্রাম্পের। আর এর জন্য তিনি বিভিন্ন সময়ে আঙুল তুলেছেন চিনের দিকে। ট্রাম্পের অভিযোগ, চিন থেকেই এই মাদক আমেরিকায় প্রবেশ করে। চলতি বছরে আমেরিকার সঙ্গে চিনের শুল্কসংঘাতের সূত্রপাতও হয়েছিল এই বিতর্কিত মাদককে কেন্দ্র করেই।

শনিবার থেকে দক্ষিণ আফ্রিকার জোহান্‌সবার্গে শুরু হওয়া দু’দিনের জি২০ সম্মেলন বয়কট করেছেন ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার সাম্প্রতিক কাজকর্মে অসন্তুষ্ট হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ অবস্থায় ট্রাম্পের অনুপস্থিতিতে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চকে একজোট হওয়ার বার্তা দিলেন মোদী। উল্লেখ করলেন ফেন্টানিলের প্রসঙ্গও। যদিও কোনও দেশের নাম আলাদা করে উল্লেখ করেননি তিনি। তবে ফেন্টানিল প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী চিনকেও ঘুরিয়ে বার্তা দিতে চাইলেন কি না, তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে জনমানসে।

সম্মেলনের প্রারম্ভিক বক্তৃতার নির্যাস পরে সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি লেখেন, ‘মাদক পাচার সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে, বিশেষ করে ফেন্টানিলের মতো অত্যন্ত বিপজ্জনক একটি জিনিস ছড়িয়ে পড়া আটকাতে এবং মাদক-সন্ত্রাস রুখতে জি২০ গোষ্ঠীকে উদ্যোগী হওয়ার প্রস্তাব দিয়েছে ভারত।’ মাদক-সন্ত্রাসের জঘন্য অর্থনীতিকে ভেঙে দেওযার জন্যও জি২০-কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আফ্রিকা মহাদেশে এই প্রথম বার জি২০ সম্মেলন আয়োজিত হল। সেখানে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি আরও বেশ কিছু প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। জি২০ গোষ্ঠীর দেশগুলির জন্য নিজস্ব পরম্পরার একটি জ্ঞানভান্ডার তৈরি করার জন্য সদস্য দেশগুলিকে এগিয়ে আসার বার্তা দেন তিনি।

২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত জি২০ গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্বে ছিল ভারত। ভারতের সভাপতিত্বের সময়েই আফ্রিকা মহাদেশের জোট ‘আফ্রিকান ইউনিয়ন’ এই গোষ্ঠীর স্থায়ী সদস্য হয়। জি২০-র সঙ্গে আফ্রিকাকে আরও নিবিড় ভাবে যুক্ত করতে জি২০-তে আফ্রিকার দেশগুলির দক্ষতাবৃদ্ধির জন্যও পদক্ষেপের আহ্বান জানান মোদী। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে কোনও জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে জি২০ গোষ্ঠীর সদস্য দেশগুলির মধ্যে একটি ‘হেল্‌থকেয়ার রেসপন্স টিম’ গঠনেরও প্রস্তাব দেন তিনি। সদস্য দেশগুলির বিশেষজ্ঞদের নিয়ে এটি তৈরি করার জন্য বলেন তিনি। কোথাও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত যাতে সেখানে ওই দলকে মোতায়েন করা যায়, তা-ও নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী।

Narendra Modi G20 summit South Africa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy