Advertisement
E-Paper

নরেন্দ্র মোদীর মুখে ‘জেন-জ়ি’! গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ মণিপুর থেকেই নেপালকে বার্তা প্রধানমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন সুশীলাকেও

দীর্ঘ ২৮ মাস পর শনিবার গোষ্ঠীহিংসায় দীর্ণ মণিপুরে গিয়েছেন মোদী। দুপুরে প্রথমে কুকি-জ়ো অধ্যুষিত চুরাচান্দপুরে যান প্রধানমন্ত্রী। এর পর যান মেইতেই অধ্যুষিত ইম্ফলে। সেখান থেকে রাজ্যে শান্তিপ্রতিষ্ঠার বার্তা দিয়েছেন মোদী। নেপাল সম্পর্কেও নানা কথা শোনা গিয়েছে তাঁর মুখে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩
(বাঁ দিকে) মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কী (ডান দিকে)

(বাঁ দিকে) মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কী (ডান দিকে) — ফাইল চিত্র।

মণিপুরের সভা থেকেই প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইম্ফলের ঐতিহাসিক কাংলা দুর্গে ভাষণ দেওয়ার সময় নেপালের অন্তর্বর্তী সরকারের সদ্যনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সঙ্গে প্রশংসা করেছেন নেপালের তরুণ প্রজন্ম অর্থাৎ ‘জেন-জ়ি’র!

ইম্ফলে ভাষণ দিতে গিয়ে নেপাল ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। মোদী বলেন, ‘‘হিমালয়ের কোলে অবস্থিত নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু। দু’দেশের ইতিহাস ওতপ্রোত ভাবে জড়িয়ে। নেপাল ও ভারতের পারস্পরিক বিশ্বাসের সম্পর্কও রয়েছে। এ ভাবেই আমরা একসঙ্গে অগ্রগতির পথে এগোচ্ছি। এ হেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি সুশীলা কার্কীকে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস, তিনি নেপালে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবেন।’’

ছাত্র-যুবর বিক্ষোভের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর দেশের প্রথম মহিলা হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন ৭২ বছরের সুশীলা কার্কী। শুক্রবার রাতে শপথবাক্যও পাঠ করেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনেই মণিপুরের সভা থেকে সুশীলাকে ফের অভিনন্দন জানিয়েছেন মোদী। সুশীলার প্রধানমন্ত্রীত্ব লাভকে ‘নারী ক্ষমতায়নের’ উৎকৃষ্ট উদাহরণ বলেও অভিহিত করেছেন তিনি। মোদী বলেন, ‘‘নেপালের প্রত্যেক নাগরিককে কৃতজ্ঞতা জানাই, যাঁরা এই অস্থির পরিস্থিতিতেও গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখেছেন।’’ শুধু তা-ই নয়, নেপালের তরুণ তুর্কি তথা ‘জেন-জ়ি’র প্রশংসাও শোনা গিয়েছে মোদীর মুখে। তাঁর কথায়, ‘‘নেপালের সাম্প্রতিক ঘটনাবলিতে একটি বিষয় সকলের অলক্ষ্যেই রয়ে গিয়েছে। তা হল, চলমান বিক্ষোভের মধ্যেও নেপালে তরুণদের এলাকা পরিষ্কার করতে এবং রাস্তাঘাট রঙে-ছবিতে ভরিয়ে দিতে দেখা গিয়েছে। আমি সমাজমাধ্যমেও এটি দেখেছি। এ ধরনের ইতিবাচক কাজ শুধু অনুপ্রেরণামূলকই নয়, বরং নেপালের পুনরুত্থানের লক্ষণ।’’ আসন্ন ‘উজ্জ্বল ভবিষ্যতের’ জন্য প্রতিবেশী দেশকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ২৮ মাস পর শনিবার গোষ্ঠীহিংসায় দীর্ণ মণিপুরে গিয়েছেন মোদী। দুপুরে মিজ়োরাম থেকে বিমানে মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছোন তিনি। সেখান থেকে যান কুকি-জ়ো অধ্যুষিত চুরাচান্দপুরে। এর পর ফের যান মেইতেই অধ্যুষিত ইম্ফলে। সেখান থেকে রাজ্যে শান্তিপ্রতিষ্ঠার বার্তা দিয়েছেন মোদী।

Narendra Modi Nepal Unrest Nepal Sushila Karki Manipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy