দীপাবলির আগেই সুখবর পেতে পারেন কর্মী ভবিষ্যনিধি (ইপিএফ) প্রকল্পের সদস্যেরা। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক সূত্রের খবর, ইফিএফের সুদের প্রথম কিস্তি দীপাবলির আগে কর্মীদের অ্যাকাউন্টে জমা করা হতে পারে।
গত মার্চের গোড়ায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার ২০১৯-’২০ অর্থবর্ষে ইপিএফে সুদের হার ৮.৬৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৫ শতাংশ করার কথা ঘোষণা করেছিলেন। এরপর করোনা পরিস্থিতিতে নতুন করে সুদের হার কমাননি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ (ইপিএফও)। কিন্তু ২০১৯-’২০ আর্থিক বছরের এই সুদ দু’টি কিস্তিতে মেটানো হবে বলে জানানো হয়।
শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক গত সেপ্টেম্বরে জানায়, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক ৮.৫ শতাংশ সুদ পাবেন প্রায় ছ’কোটি সদস্য। তবে প্রতিশ্রুতি মতো সুদ দেওয়া হলেও তা দু’টি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৮.১৫ শতাংশ এবং দ্বিতীয় কিস্তিতে ০.৩৫ শতাংশ।