উত্তপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যোগী আদিত্যনাথকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। সমাজবাদী পার্টি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অখিলেশ যাদবের নাম ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন, কে হতে চলেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?
প্রিয়াঙ্কা আদৌও ভোটে দাঁড়াবেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। তবে, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁকে কোনও বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা জিততে হবে না৷
যোগী আদিত্যনাথ বা অখিলেশ যাদব কেউই এর আগে কখনও রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। উভয়েই উত্তপ্রদেশ বিধান পরিষদে একটি করে আসন জিতে মুখ্যমন্ত্রী হন।
যদিও এ বছর আদিত্যনাথ গোরক্ষপুর থেকে এবং অখিলেশ কারহাল কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সম্প্রতি উত্তপ্রদেশের যুবকদের জন্য কর্মসংস্থানের পরিকল্পনার কথা জানিয়ে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করেন।