২০২৯-এর লোকসভা নির্বাচনের আগে ২০২৭-এর গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর লক্ষ্যে রাহুল গান্ধী ফের আগামী সপ্তাহে নরেন্দ্র মোদীর রাজ্যে যেতে পারেন। কংগ্রেস সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিল গুজরাতের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বৈঠক ডাকা হচ্ছে। সেখানে রাহুল নিজেই হাজির থাকতে চাইছেন।
আমদাবাদে গত কাল কংগ্রেসের জাতীয় অধিবেশন শেষ হয়েছে। সেখানে গুজরাত নিয়ে বিশেষ প্রস্তাব গৃহীত হয়। কেন গুজরাতে কংগ্রেসকে প্রয়োজন, তার বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে সেই প্রস্তাবে। রাহুল চাইছেন, গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রায় আড়াই বছর বাকি থাকলেও এখন থেকেই কংগ্রেস প্রচারে নেমে পড়ুক।
গত কাল আমদাবাদে কংগ্রেসের অধিবেশন শেষ হতেই রাহুল জয়পুর যান। সেখান থেকে যান সওয়াই মাধোপুরে। আজ রাহুল রণথম্বর অভয়ারণ্যে সময় কাটিয়েছেন। কিন্তু অধিবেশনের পরের দিনই তাঁর ছুটি কাটানো দেখে রাহুলের দায়বদ্ধতা নিয়ে কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠেছে। তাঁর ঘনিষ্ঠ নেতারা অবশ্য বলছেন, রাহুল যে আগামী সপ্তাহেই ফের আমদাবাদ যাচ্ছেন, তা থেকেই স্পষ্ট তিনি নরেন্দ্র মোদী-অমিত শাহকে তাঁদের ঘরের মাঠে হারাতে কতখানি মরিয়া।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)