Advertisement
১৯ মে ২০২৪
Rajnath Singh

লাদাখ নিয়ে বৈঠক রাজনাথের

লাদাখ প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে ফের বিঁধেছে বিজেপি।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ছবি: পিটিআই।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ছবি: পিটিআই।

সং‌বাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০৪:৫৬
Share: Save:

লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখতে সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে আজ বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এ নিয়ে চলতি সপ্তাহে দু’বার লাদাখ নিয়ে বৈঠক করলেন তিনি। অন্য দিকে এ দিন ভারতীয় ও চিনা সেনার মধ্যেও মেজর জেনারেল স্তরে বৈঠক হয়েছে।

ভারতীয় সেনা সূত্রে খবর, প্যাংগং‌ হ্রদের উত্তর তীরের পরিস্থিতি এখনও বদলায়নি। বরং সেখানে পাথরের বাঙ্কার তৈরি করতে শুরু করেছে চিনা সেনা। এই পরিস্থিতিতে আজ চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত, সেনাপ্রধান এম এম নরবনে, বায়ুসেনা প্রধান রাকেশ কুমার ভদৌরিয়া ও নৌসেনা প্রধান কর্মবীর সিংহের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। এ দিন লাদাখের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ভারতীয় ও চিনা সেনার মেজর জেনারেল স্তরের অফিসারেরাও। ৬ জুন দু’দেশের মধ্যে কোর কমান্ডার স্তরে বৈঠক হয়। ব্রিগেডিয়ার ও কর্নেল স্তরেও বেশ কয়েক বার আলোচনা হয়েছে।

এ দিন লাদাখ প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে ফের বিঁধেছে বিজেপি। রাহুল দাবি করেছেন, চিনা সেনা ভারতের ভূমি দখল করে নিয়েছে। আজ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘রাহুল গাঁধী দাবি করছেন, চিন সীমান্ত নিয়ে স্পর্শকাতর তথ্য জানান প্রধানমন্ত্রী। কিন্তু আমার মনে হয় ওঁর তথ্য জানার একটি সমান্তরাল পথ আছে। উনি ডোকলাম সঙ্কটের সময়ে চিনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেননি? জানাজানি হওয়ায় প্রথমে মানতে চাননি। পরে স্বীকার করে নিয়েছিলেন।’’ ২০১৭ সালে ডোকলামে মুখোমুখি দাঁড়িয়ে ছিল দু’দেশের সেনা। সেই সঙ্কট চলাকালীন দিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন রাহুল। প্রথমে সেই খবরকে ‘ভুয়ো’ অ্যাখ্যা দিলেও পরে বৈঠকের কথা মেনে নেন রাহুল তথা কংগ্রেস।

আরও পড়ুন: বিদ্যুৎ বিল প্রত্যাহার করুন: প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

আরও পড়ুন: মৃতের অমর্যাদায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, বাংলা-সহ ৫ রাজ্যকে নোটিস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajnath Singh Ladakh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE