Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Youtuber

মুম্বইয়ের ৬০তলা উঁচু ‘টুইন টাওয়ার’ থেকে ঝাঁপ! ভিডিয়ো করার পর ধৃত দুই রুশ ইউটিউবার

পুলিশের দাবি, তারাদেও এলাকায় ‘দি ইম্পিরিয়াল’-এ লুকিয়ে ঢুকেছিলেন ৩৩ বছরের রোমান প্রোশিন এবং ২৫ বছর বয়সি মাকসিম শেচেরবাকাও নামে দুই রুশ নাগরিক। এর পর ৫ তলা থেকে ঝাঁপ দেন তাঁরা।

পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করেছেন যে, সিঁড়ি দিয়ে ‘ইম্পিরিয়ালের’ ৫৮ তলায় উঠেছিলেন তাঁরা।

পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করেছেন যে, সিঁড়ি দিয়ে ‘ইম্পিরিয়ালের’ ৫৮ তলায় উঠেছিলেন তাঁরা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:২৮
Share: Save:

মুম্বইয়ের অভিজাত বহুতল ‘দি ইম্পিরিয়াল’-এ ঢুকে ঝাঁপ দেওয়ার ভিডিয়ো করার অভিযোগে গ্রেফতার হলেন দু’জন রুশ ইউটিউবার। মুম্বই পুলিশের দাবি, সোমবার বিনা অনুমতিতে ওই ৬০তলা বহুতলে ঢুকে স্টান্ট ভিডিয়ো করেছেন অভিযুক্তরা। তাঁদের গ্রেফতারির খবর মুম্বইয়ে রুশ দূতাবাসকে জানানো হয়েছে।

পুলিশের দাবি, তারাদেও এলাকায় ‘দি ইম্পিরিয়াল’-এ লুকিয়ে ঢুকেছিলেন ৩৩ বছরের রোমান প্রোশিন এবং ২৫ বছর বয়সি মাকসিম শেচেরবাকাও নামে দুই রুশ নাগরিক। এর পর ৫ তলা থেকে ঝাঁপ দেন তাঁরা।

সোমবার ওই বহুতল থেকে ইউটিউবারদের ঝাঁপ দেওয়ার একটি স্টান্ট ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই দু’জনের বিরুদ্ধে বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করেছেন যে, সিঁড়ি দিয়ে ‘ইম্পিরিয়ালের’ ৫৮ তলায় উঠেছিলেন তাঁরা। এর পর ২৮ তলায় নেমে আসেন। সেখান থেকে পাঁচতলায় লুকিয়ে ছিলেন। ৫ তলা থেকে ঝাঁপ দেন তাঁরা। যার জেরে হাতেপায়ে চোটও পান। তবে পুরো ঘটনার স্টান্ট ভিডিয়ো তাঁরা সমাজমাধ্যমে ছেড়ে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Youtuber Mumbai The Imperial Russian
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE