কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যে রাজ্যে বিভিন্ন সরকারের কৃষক-বিরোধী নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসল সংযুক্ত কিসান মোর্চার পূর্বাঞ্চলীয় শাখা। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন কৃষক ও কৃষি-মজুর সংগঠনের দু’শোর বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন কলকাতায় মৌলালি যুব কেন্দ্রে বুধবার থেকে শুরু হওয়া বৈঠকে। এই সমন্বয় বৈঠকে অংশগ্রহণ করেছেন কিসান মোর্চার সর্বভারতীয় নেতা দর্শন পাল, হান্নান মোল্লা, আশিস মিত্তল, রাভুলা বেঙ্কাইয়া, শঙ্কর ঘোষ, অভীক সাহা প্রমুখ। বৈঠকে উঠে এসেছে, কৃষক আন্দোলনকে দেওয়া লিখিত প্রতিশ্রুতি মোদী সরকার ছেঁড়া কাগজে পরিণত করেছে। বহুজাতিক সংস্থাগুলির হাতে দেশের কৃষি, খনিজ, বনাঞ্চল-সহ সমস্ত সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ঋণ মুক্তির মতো তাৎক্ষণিক দাবির পাশাপাশি কৃষক আন্দোলনকে সরকারের নীতি পরিবর্তনের লক্ষ্যে এগোতে হবে। শ্রমিক শ্রেণির জীবন-জীবিকার উপরে আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনকেও জোরালো করতে হবে। বৈঠক শেষে আজ, বৃহস্পতিবার ভবিষ্যতের কর্মসূচি ঘোষণা করার কথা মোর্চা নেতৃত্বের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)