Advertisement
E-Paper

গাড়ি বিস্ফোরণের ঘটনায় আটক চার সন্দেহভাজন! কারা জড়িত? খুঁজতে রাতভর দিল্লির হোটেলে হোটেলে তল্লাশি, চলছে জেরাও

দিল্লির বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে দিল্লি পুলিশ, এনআইএ, আইবি কর্তাদের পাশাপাশি থাকবেন জম্মু ও কাশ্মীরের পুলিশপ্রধানও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১১:৩১
সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়।

সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। ছবি: পিটিআই।

দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় নাশকতার সম্ভাবনা ক্রমশ জোরালো হতে শুরু করেছে। দিল্লি জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। আপাতত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে লালকেল্লাও। বিস্ফোরণের পর থেকে রাতভর দিল্লির পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ এবং আশপাশের এলাকার হোটেলগুলিতে তল্লাশি চলেছে। খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন হোটেলের রেজিস্টার খাতা। দিল্লি পুলিশের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ওই অভিযানের সময়েই চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ওই সূত্র।

বিস্ফোরণের তদন্তে সোমবার রাতেই আরও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে, সেটির রেজিস্ট্রেশন রয়েছে ওই ব্যক্তির নামেই। হরিয়ানার ওই জনৈক মহম্মদ সলমনকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এ বার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হল আরও চার জনকে। যদিও তাঁদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। ওই চারজনকে একই হোটেল থেকে পাকড়াও করা হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।

সোমবার সন্ধ্যার ওই বিস্ফোরণের পরে লালকেল্লা মেট্রো স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের পরে ওই মেট্রো স্টেশনের একটি গেটে আগুন ধরে গিয়েছিল। যদিও দিল্লি মেট্রোর অন্য স্টেশনগুলিতে পরিষেবা স্বাভাবিকই রয়েছে। বিস্ফোরণস্থলের আশপাশের এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করতে শুরু করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। উচ্চ সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লির বিভিন্ন রেলস্টেশন, বাস টার্মিনাল এবং বিমানবন্দরে।

কী কারণে ওই বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দিল্লি পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং অন্য কেন্দ্রীয় সংস্থাগুলিও ঘটনার তদন্তে চালাচ্ছে। ঠিক কী কারণে বিস্ফোরণ, তা নিয়ে দিল্লি পুলিশ এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে কোনও মন্তব্য করেনি। মঙ্গলবার সকালেও দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) রাজা বান্থিয়া জানিয়েছেন, তদন্ত আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না বলে জানিয়েছেন তিনি। তবে ওই বিস্ফোরণের ঘটনায় দিল্লির কোতোয়ালি থানায় ইউএপিএ এবং বিস্ফোরক আইনের ধারায় এফআইআর রুজু হয়েছে।

দিল্লির বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বস্তুত, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব তাঁরই মন্ত্রকের অধীনস্থ। মঙ্গলবার সকাল ১১টায় ওই বৈঠক শুরু হবে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা তপন ডেকা, দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা এবং এনআইএ-র ডিজি সদানন্দ বসন্ত। জম্মু ও কাশ্মীরের পুলিশপ্রধান নলিন প্রভাতও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। বুধবার বৈঠকে বসতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভাও।

Red Fort Car Blast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy