২২ জুন (রবিবার) মহাকাশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল শুভাংশু শুক্লদের। কিন্তু তাঁদের মহাকাশযান উৎক্ষেপণের দিন দুই আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) তরফে ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযান স্থগিতের কথা জানানো হল। কবে এই অভিযান হবে, তা এখনও স্থির করা হয়নি।
শুক্রবার সকালে (ভারতীয় সময়) জানানো হয়েছে, নাসা, অ্যাক্সিয়ম স্পেস এবং ধনকুবের ইলন মাস্কের সংস্থা আপাতত অভিযান পিছিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। কেন অভিযান পিছোনো হচ্ছে, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজ়দা সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে সদ্য। সব আগের মতো ঠিকঠাক চলছে কি না, তা খতিয়ে দেখার জন্য আরও কিছুটা সময় দরকার নাসার বিজ্ঞানীদের। উল্লেখ্য, নাসার প্রাক্তন নভশ্চর এবং বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন এই অভিযানের কমান্ডর হিসাবে নেতৃত্ব দিচ্ছেন।
প্রথমে ২০২৫ সালের ২৯ মে শুভাংশুদের অভিযান শুরু হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ৮ জুন করা হয়। ‘ড্রাগন’-এ ইলেক্ট্রিক্যাল হারনেসের সমস্যার কারণে সে বার পিছিয়ে গিয়েছিল অভিযান। ৮ জুন খারাপ আবহাওয়ার কারণে অভিযান বাতিল করতে হয়। পর দিন, অর্থাৎ ৯ জুন অভিযানের দিন ঠিক করা হয়। সে দিনও ফ্যালকন-৯ রকেটের প্রস্তুতি শেষ না হওয়ায় পিছিয়ে গিয়েছিল অভিযান। খারাপ আবহাওয়া এবং প্রযুক্তিগত গোলযোগের কারণে ১০ জুনও অভিযান হয়নি। এর পরে অ্যাক্সিয়ম-৪ অভিযানের দিন পিছিয়ে ১১ জুন করা হয়। কিন্তু উৎক্ষেপণের ঠিক আগে মহাকাশযানের ‘ফায়ার বুস্টার’ পরিদর্শনের সময় দেখা যায়, রকেটে ‘এলওএক্স’ লিক করছে। অর্থাৎ রকেটে তরল অক্সিজেন লিক করছে। সে কারণে পিছিয়ে যায় মহাকাশযাত্রা। ঠিক হয় ১৯ জুন শুভাংশুদের নিয়ে উড়বে মাস্কের সংস্থার মহাকাশযান। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এভেজ়দা সার্ভিস মডিউলের সমস্যার কারণে তা পিছিয়ে ২২ জুন উৎক্ষেপণের দিনক্ষণ স্থির করা হয়। শুক্রবার জানানো হল, সেই দিনও যাত্রা করবে না মহাকাশযান।
আরও পড়ুন:
অ্যাক্সিয়ম-৪ অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন লখনউয়ের ছেলে শুভাংশু। শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। রাকেশ শর্মার চার দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিচ্ছেন তিনি। শুভাংশু ছাড়াও এই অভিযানে থাকছেন পেগি, পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।