অতীতের দীর্ঘমেয়াদি তিক্ততাকে ভুলে সামনের দিকে এগোতে চায় ভারত ও কানাডা। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাথালি জি ড্রোউইন-এর বৈঠকের পরে এমনই সুর উঠে এল। নয়াদিল্লিতে গত ১৮ তারিখের ওই বৈঠকের পরে আজ একটি বিবৃতিতে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে, দু’দেশের মধ্যে আস্থা ফের তৈরি করতে এবং সম্পর্কে গভীরতার স্বার্থে শীর্ষতম রাজনৈতিক স্তরে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। সন্ত্রাস বিরোধিতাকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন ডোভাল এবং ড্রোউইন।
প্রসঙ্গত গত মাসেই মুম্বইয়ের কনসুলেটে জেফ ডেভিড-সহ এক ঝাঁক নতুন কূটনীতিককে নিযুক্ত করেছিল কানাডা সরকার। ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতায় থাকাকালীন তলানিতে ঠেকেছিল ভারত-কানাডা সম্পর্ক। সে সময়ে ফিরিয়ে নেওয়া হয়েছিল বহু কূটনীতিককে। তবে মার্ক কার্নি ক্ষমতায় আসার পরে সেই শৈত্য যে কাটছে, সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। খলিস্তানি নেতা নিজ্জরের খুনের ঘটনার তদন্ত শুরুর পর থেকেই তিক্ততা বেড়েছিল ভারত-কানাডার মধ্যে। তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুডো সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, খলিস্তানি নেতা নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে। যে অভিযোগ সঙ্গে সঙ্গে উড়িয়েদিয়েছিল নয়াদিল্লি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)