বিবাহ বাতিল হলেও ভরণপোষণ দাবি করা যাবে। মিলতে পারে রক্ষণাবেক্ষণের খরচও। তবে পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। একটি মামলায় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। স্বামী বা স্ত্রী যে কোনও এক জন অপরের কাছ থেকে ভরণপোষণ এবং রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ দাবি করতে পারেন। আদালত জানিয়েছে, এ সব ক্ষেত্রে আবেদন গ্রাহ্য হবে কি না, তা মামলার পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রতিটি মামলার ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে এই সংক্রান্ত রায় শোনাবে আদালত।
সুপ্রিম কোর্ট এ ক্ষেত্রে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর উল্লেখ করেছে। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্র ডিভিশন বেঞ্চে ভরণপোষণ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, হিন্দু বিবাহ আইন অনুসারে যদি কোনও বিবাহকে বাতিল বলে ঘোষণা করা হয়, তার পরেও ভরণপোষণের আবেদন বৈধ থাকবে। ওই আইনের অন্য ধারাতে সে কথা বলা আছে।
আরও পড়ুন:
বিচারপতি বলেন, ‘‘হিন্দু বিবাহ আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী কোনও বিবাহকে বাতিল বলে ঘোষণা করা যেতে পারে। আবার ওই আইনের ২৫ নম্বর ধারা বলছে, বিবাহ বাতিলের পরেও স্বামী বা স্ত্রী একে অপরের কাছ থেকে ভরণপোষণের দাবি জানাতে পারেন।’’ হিন্দু বিবাহ আইনের ২৫ নম্বর ধারায় পারিবারিক আদালতকে এই সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে।
আদালত আরও জানায়, এই ধরনের মামলার ক্ষেত্রে পরিস্থিতি একটি বড় ভূমিকা পালন করে। ভরণপোষণের দাবি গ্রাহ্য হবে কি না, তা নির্ভর করে পরিস্থিতির উপর। মামলার বিভিন্ন ঘটনাবলি এবং উভয় পক্ষের আচরণ বিবেচনা করে পারিবারিক আদালতের বিচারক এই সংক্রান্ত রায় দিয়ে থাকেন।