সুপ্রিম কোর্টে আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে ২০০৯ সালের আদালত অবমাননার ফৌজদারি মামলার শুনানি পিছিয়ে গেল। বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ মঙ্গলবার প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে মামলাটি শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠানোর সুপারিশ করেন। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠনের পরে আগামী ১০ সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
বিচারপতি অরুণ মিশ্র আজ বলেন, ‘‘আমি আর বেশি দিন দায়িত্বে। নেই এই মামলাটি বিশদে শুনানির জন্য দিনে পাঁচ-ছ’ঘণ্টা সময় প্রয়োজন। প্রশান্তের আইনজীবী রাজীব ধওয়ান আজ বলেন, ‘‘২০০৯ সালে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আমার মক্কেল বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আদালত অবমাননা করেছেন কি না, সাংবিধানিক বেঞ্চেই তার শুনানি হওয়া উচিত।’’
এদিন শুনানিপর্বে বিচারপতির মিশ্রের বেঞ্চ বলে, ‘‘প্রশ্নটি শাস্তির নয়, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার। মানুষ ন্যায়বিচার পাওয়ার ভরসায় আদালতে আসেন। যখন সেই বিশ্বাসের ভিত্তিতে আঘাত লাগে, তখনই সমস্যার সৃষ্টি হয়।’’
সুপ্রিম কোর্টে প্রশান্তের বিরুদ্ধে আদালত অবমাননার দু’টি মামলা রয়েছে। তহেলকায় দেওয়া একটি সাক্ষাৎকারে এক বিচারপতিকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেছিলেন প্রশান্ত। সেই মন্তব্যের জেরে ২০০৯ সালে প্রথম মামলাটি হয়। এ ছাড়া, বিচারপতিদের সম্পর্কে ওই আইনজীবীর করা দু’টি টুইট নিয়ে চলতি বছর দ্বিতীয় মামলাটি হয়। দু’টি ক্ষেত্রেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে শীর্ষ আদালত।