Advertisement
E-Paper

‘কেউ ছাড় পাবেন না’! সাভারকর নিয়ে মন্তব্য করায় রাহুলকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

বিতর্কের সূত্রপাত ২০২২ সালে। ‘ভারত জোড়ো’ যাত্রার ফাঁকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে নিশানা করেছিলেন সাভারকরকে। তাঁকে ব্রিটিশের ‘দাস’ বলে অভিহিত করেন কংগ্রেস নেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৮:২৭
Supreme Court warns Rahul Gandhi for Savarkar remarks

(বাঁ দিকে) সাভারকর এবং রাহুল গান্ধী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিল, দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করলে কাউকে ছাড়া হবে না! তবে এই মামলায় রাহুলকে নিম্ন আদালতের সমনের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ রাহুলকে সাভারকার নিয়ে অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকতে বলল। কংগ্রেস নেতাকে সতর্ক করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মহারাষ্ট্রে তাঁকে (সাভারকর) ‘পুজো’ করা হয়। যদি রাহুল নিজের দাবিতে অটল থাকেন, তবে তাঁকে তার পরিণতি ভুগতে হবে। রাহুলের আইনজীবীর উদ্দেশে শীর্ষ আদালত বলে, ‘‘আপনার মক্কেল কি জানেন, (মহাত্মা) গান্ধী ভাইসরয়কে সম্মোধন করার সময় ‘আপনার বিশ্বস্ত দাস’ ব্যবহার করতেন?’’ বিচারপতিদের কথায়, ‘‘আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে কোনও মন্তব্য সহ্য করব না। এর পর হয়তো কেউ বলবেন মহাত্মা গান্ধী ‘ব্রিটিশদের দাস’ ছিলেন!’’ সাভারকর নিয়ে রাহুলের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য সুপ্রিম কোর্টের।

বিতর্কের সূত্রপাত ২০২২ সালে। ভারত জোড়ো যাত্রার ফাঁকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে নিশানা করেছিলেন সাভারকরকে। তিনি বলেন, ‘‘সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। উনি ইংরেজদের চিঠি লিখে বলেছিলেন, স্যর, আমি আপনাদের চাকর হয়ে থাকতে চাই। যখন উনি চিঠিতে সই করছেন, তখন এর পিছনে কী কারণ ছিল? ভয়। উনি ব্রিটিশদের ভয় পেয়েছিলেন।’’ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। রাহুলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন উত্তরপ্রদেশের এক আইনজীবী নৃপেন্দ্র পান্ডে। তবে শুক্রবার রাহুলের বিরুদ্ধে যাবতীয় ফৌজদারি কার্যক্রমের উপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত।

Rahul Gandhi Supreme Court Binayak Damodar Savarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy