দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর আজ, সোমবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হল তাজমহল। খুলে দেওয়া হল আগ্রা ফোর্ট। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে গত ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা।
তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই তাজমহল দর্শন করতে হবে পর্যটকদের। দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি, আগত পর্যটক হাত স্যানিটাইজ করার দিকেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (আগ্রা সার্কেল) সুপারিন্টেডেন্ট প্রত্নতত্ত্ববিদ বসন্তকুমার স্বর্ণকার। তিনি বলেছেন, ‘‘তাজমহলে মাস্ক পরা বাধ্যতামূলক। পর্যটকদের অনলাইনে টিকিট কাটতে হবে।’’
তবে প্রতিদিন মাত্র পাঁচ হাজার পর্যটককে ঢুকতে দেওয়া হবে। দুপুর ২টোর আগে যাবেন আড়াই হাজার এবং ২টোর পর থেকে বাকি সময় আরও আড়াই হাজার পর্যটককে যাওয়ার অনুমতি দেওয়া হবে।