Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Student

স্কুলে সহপাঠীদের পড়াচ্ছে এক শিশু, তার পড়ানোর সেই কৌশল ভাইরাল

‘গুলজারসাহাব’ নামে এক টুইটার অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার হয়েছে। ইতিমধ্যেই এক লক্ষ বারের বেশি সেই ভিডিয়ো দেখা হয়েছে।

স্কুলে পড়াচ্ছে এক খুদে। ছবি সৌজন্য টুইটার।

স্কুলে পড়াচ্ছে এক খুদে। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৫:০৭
Share: Save:

এক খুদের পড়ানোর কৌশল ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কোথাকার স্কুল সেটা জানা যায়নি অবশ্য। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই খুদেকে নিয়ে বেশ চর্চা হচ্ছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, পড়ুয়ারা মেঝেয় বসে আছে। সকলের সামনে দাঁড়িয়ে রয়েছে এক খুদে পড়ুয়া। চিৎকার করে এক একটি শব্দ উচ্চারণ করছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বাকি পড়ুয়ারা সমস্বরে বলছে। খুদের এই পড়ানোর কৌশল মন কেড়েছে নেটাগরিকদের।

‘গুলজারসাহাব’ নামে এক টুইটার অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার হয়েছে। ইতিমধ্যেই এক লক্ষ বারের বেশি সেই ভিডিয়ো দেখা হয়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই টুইটার গ্রাহকরা নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন।

কেউ কেউ বলেছেন, “ওর পড়ানোর কৌশল দেখে মনে হচ্ছে যেন কোনও পেশাদার শিক্ষক ক্লাস নিচ্ছেন।” কেউ কেউ আবার বলেছেন, “এ ছেলে তো ভবিষ্যতে আইএএস হবে।”

তবে ভিডিয়োটি দেখে হচ্ছে, এটি কোনও গ্রামীণ এলাকার। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Student Teaching Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE