Advertisement
E-Paper

পর্যটকদের আস্থা ফেরানোই লক্ষ্য! শ্রীনগর নয়, মন্ত্রিসভার বৈঠক পহেলগাঁওয়ের রিসর্টে করছেন মুখ্যমন্ত্রী ওমর

গত ২২ এপ্রিল এই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাতেই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। তার পর থেকে পহেলগাঁওয়ে তো বটেই, গোটা কাশ্মীর উপত্যকায় পর্যটকের সংখ্যা কমেছে। আর তার প্রভাব পড়েছে মূলত পর্যটন-নির্ভর কাশ্মীরের স্থানীয় অর্থনীতিতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৪:৫৮
ওমর আবদুল্লা।

ওমর আবদুল্লা। —ফাইল চিত্র।

শ্রীনগরের সরকারি সচিবালয়ে নয়, জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভার বৈঠক হচ্ছে পহেলগাঁওয়ে। গত ২২ এপ্রিল এই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাতেই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। তার পর থেকে পহেলগাঁওয়ে তো বটেই, গোটা কাশ্মীর উপত্যকায় পর্যটকের সংখ্যা কমেছে। আর তার প্রভাব পড়েছে মূলত পর্যটন-নির্ভর কাশ্মীরের স্থানীয় অর্থনীতিতে। এই পরিস্থিতিতে পর্যটকদের আস্থা ফেরাতে মন্ত্রিসভার বৈঠক পহেলগাঁওয়ে করার সিদ্ধান্ত নেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর।

মঙ্গলবারের বৈঠকে মন্ত্রিসভার সদস্য ছাড়াও পুলিশ আধিকারিকদের থাকার কথা। বৈঠকে সভাপতিত্ব করবেন ওমর। থাকবেন কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যসচিব অটল ডুল্লু। ‘অপারেশন সিঁদুর’-এর পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। মঙ্গলবার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক জনের সঙ্গেও কথা বলবেন ওমররা।

মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈঠকের পরে বুধবার একই ধরনের বৈঠক হবে উত্তর কাশ্মীরের গুলমার্গে, সেখানকার একটি রিসর্টে। বুধবারের বৈঠকে থাকার কথা কাশ্মীরের আইজি ভিকে বিড়দির।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ওমরের উপদেষ্টা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, “আমরা যদি এই সমস্ত জায়গায় না যাই, তবে কে যাবে? আমাদের বৈঠকের দু’টি লক্ষ্য। এক, আমরা এই সমস্ত জায়গায় গিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে চাই। আর দুই, বর্তমান পরিস্থিতিতে সকলের আস্থা ফেরাতে আমাদের সেখানে যাওয়া প্রয়োজন।”

প্রসঙ্গত, গত শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে ওমর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাশ্মীরে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক করার পরামর্শ দেন। জানান যে, পহেলগাঁও কাণ্ডের পর সরকার এই বিষয়ে এগিয়ে এলে জনগণের মন থেকে ভয় ঘুচবে।

J&K Cabinet Meeting Omar Abdullah Pahalgam Pahalgam Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy