উত্তরপ্রদেশে বিধানসভায় বাদল অধিবেশনের মাঝে বিজেপির দুই বিধায়ক তর্কাতর্কিতে জড়ালেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছোয়। । যদিও দু’জনকেই সরিয়ে দেন দলের অন্য বিধায়কেরা। অধিবেশন চলাকালীন বিজেপির দুই বিধায়কের এই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে।
ঘটনার সূত্রপাত কে আগে বলবেন, এই বিষয়কে কেন্দ্র করে। মথুরার বিজেপি বিধায়ক রাজেশ চৌধরির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বারাণসীর বিধায়ক, তাঁরই দলের সৌরভ শ্রীবাস্তব। বুধবার ‘ভিশন ২০৪৭’ নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। শাসকদল বিজেপির হয়ে কে আগে বলবেন, তা নিয়ে তর্ক শুরু হয় বিধায়ক রাজেশ এবং সৌরভের মধ্যে। রাজেশ অভিযোগ তোলেন, বারাণসীর বিধায়ক সৌরভ স্পিকারের কাছে বক্তা হিসাবে তাঁর নাম দেননি। সূত্রের খবর, কেন দেননি, তা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। তার পর সেই বচসার বিষয় পৌঁছোয় কে আগে বলবেন। তা নিয়ে হুলস্থুল পড়ে যায়।
আরও পড়ুন:
দলের দুই বিধায়কের এমন কাণ্ডে অস্বস্তিতে পড়েন বিজেপির অন্য বিধায়কেরা। তাঁরা দু’জনকে শান্ত করানোর চেষ্টা করেন। এই পরিস্থিতি দেখে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করে বলেছেন, বিজেপি সেই সব নেতাদেরই তুলে ধরে যাঁরা দুর্ব্যবহার করেন এবং কুকথা বলেন। পাল্টা অখিলেশকেও জবাব দেন বিজেপি বিধায়ক রাজেশ। তিনি কটাক্ষ করেন, ডিম্পল যাদবকে নিয়ে কুরুচিকর মন্তব্য যখন করা হয়েছিল, তখন সমাজবাদী পার্টির প্রধান কী করছিলেন?