Advertisement
E-Paper

‘নির্বাচনী সংস্কার নিয়ে সংসদে আলোচনা হবে’, বার্তা মোদীর মন্ত্রীর! কিন্তু সরাসরি এসআইআর-নাম নিলেন না

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, ‘‘৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে নির্বাচনী সংস্কারের উপর আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭
Union Government clears poll reforms debate in Parliament next week

কিরেণ রিজিজু। —ফাইল চিত্র।

বিরোধীদের দাবি মেনে অবশেষে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) নিয়ে সংসদে আলোচনায় রাজি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই আলোচনা হবে সংসদে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন। যদিও তাৎপর্যপূর্ণ ভাবে পোস্টে ‘এসআইআর’ শব্দটির উল্লেখ নেই।

পোস্টে রিজিজু লিখেছেন, ‘‘আজ লোকসভার মাননীয় স্পিকারের সভাপতিত্বে সর্বদল বৈঠকে, জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বার্ষিকী উপলক্ষে ৮ ডিসেম্বর সোমবার দুপুর ১২টা থেকে লোকসভায় আলোচনা এবং ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে নির্বাচনী সংস্কারের উপর আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে।’’ লোকসভা সচিবালয় সূত্রের খবর, ১০ ঘণ্টা সময় বরাদ্দ হয়েছে আলোচনার জন্য।

প্রসঙ্গত, সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা চেয়ে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যসভা এবং লোকসভায় এ নিয়ে বিরোধী ও সরকারপক্ষের সাংসদের বিতণ্ডাও হয়েছে। যার জেরে মুলতুবি হয়েছে লোকসভার অধিবেশন। স্পিকার ওম বিড়লা সোমবার বিরোধীদের দাবি মেনে প্রশ্নোত্তর পর্ব মুলতুবি রেখে এসআইআর নিয়ে আলোচনায় অস্বীকৃত হয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে আলোচনার জন্য সময় বরাদ্দ করতে তাঁর কোনও আপত্তি নেই। রাজ্যসভায় ১০ ডিসেম্বর এসআইআর নিয়ে আলোচনা হতে পারে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত কয়েকটি খবরে জানানো হয়েছে।

SIR Kiren Rijiju
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy