Advertisement
E-Paper

নকশালপন্থাকে ‘রাজনৈতিক দর্শন’ বললেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত, মাওবাদী-তোপ বিজেপির

আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পদপ্রার্থী সুদর্শন রেড্ডিকে সম্প্রতি মাওবাদের সমর্থক হিসেবে দাগিয়ে দিয়ে নজিরবিহীন ভাবেই আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নকশালপন্থাকে ‘রাজনৈতিক মতাদর্শ’ বলায় বিজেপির সমালোচনার মুখে পড়লেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। তাঁর রাজ্যেরই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার মঙ্গলবার মাওবাদী নাশকতার প্রসঙ্গ তুলে নিশানা করেছেন রেবন্তকে।

রেবন্ত নকশালপন্থাকে ‘রাজনৈতিক দর্শন’ বলার পাশাপাশি রেবন্ত বলেছিলেন, ‘‘রাজনৈতিক দর্শন কখনও শেষ হতে পারে না।’’ জবাবে এক্স পোস্টে মাওবাদী হামলার দিকে ইঙ্গিত করে সঞ্জয় লিখেছেন, ‘‘হাজার হাজার নিরীহ, আদিবাসী, পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের স্মৃতির অপমান, যাঁরা নকশালদের হাতে নির্মম ভাবে নিহত হয়েছেন।’’ এ প্রসঙ্গে ছত্তীসগঢ়ে মাওবাদী হামলায় প্রথমসারির কংগ্রেস নেতাদের মৃত্যুর প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পদপ্রার্থী সুদর্শন রেড্ডিকে সম্প্রতি মাওবাদের সমর্থক হিসেবে দাগিয়ে দিয়ে নজিরবিহীন ভাবেই আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যুক্তি ছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন ২০১১ সালে রেড্ডি ছত্তীসগঢ়ে মাওবাদী বিরোধী সালওয়া জুড়ুম অভিযানকে নিষিদ্ধ করেছিলেন। শাহের সেই মন্তব্যের সমালোচনা করে রেবন্ত বলেছিলেন, ‘‘আপনার যদি কোনও মতাদর্শ পছন্দ না হয়, তা হলে আপনি তর্ক করতে পারেন, আপনি জিততে পারেন। কিন্তু, আপনি সেই মতাদর্শ শেষ করতে পারবেন না।’’ অস্ত্রের জোরে নকশালপন্থী মতাদর্শ শেষ করার নীতি সমর্থনযোগ্য নয় বলেও দাবি করেছিলেন তিনি।

Revanth Reddy Telangana CPI Maoist Naxals Naxalism Naxal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy