মকর সংক্রান্তিতে বিশ্ব রেকর্ড গড়ে ফেলল হিমাচল প্রদেশের পর্যটন দফতর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে শংসাপত্রও পেয়ে গিয়েছে। মঙ্গলবারএকসঙ্গে সব থেকে বেশি খিচুড়ি রান্নার রেকর্ড হয় হিমাচল প্রদেশে।
সিমলা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত তাত্তাপানি। সেখানে শিব গুহার কাছে একটি মন্দির রয়েছে। সেখানে আয়োজন করা হয় মকর সংক্রান্তির পুজোর। পুজোকে সামনে রেখে তাত্তাপানিকে দেশ তথা বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেয় হিমাচল প্রদেশ পর্যটন বিভাগ।
পর্যটন বিভাগ ও সিমলারদুর্গা দেবী বিহারীলাল চ্যারিটেবল ট্রাস্ট মিলে বানিয়ে ফেলে একটি মাত্র পাত্রে একসঙ্গে ১৯৯৫ কেজি খিচুড়ি। সেই খিচুড়ি মন্দিরে আসা পুণ্যার্থীদের মধ্যে বিলি করা হয়। খিচুড়ি তৈরির সময় উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা।