রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছেন এক দম্পতি। ইন্টারনেটে এই ছবি এখন আলোড়ন তুলেছে। ছবিটি একটি বিয়ের আসরের। আর যে যুবকহাতে বন্দুক নিয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন, উত্তর-পূর্ব ভারতে তাঁদের পরিচিতি যথেষ্ট।ছবিটি শনিবার নাগাল্যান্ডে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।
বরের হাতে একে ৫৬ ও কনের হাতে এম১৬। এই যুবক, যিনি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছেন, নাগাল্যান্ডের মানুষের কাছে তিনি বেশ পরিচিত। জঙ্গি সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-ইউনিফিকেশনের নেতা কিলো কিলোনসরের ছেলে বোহোতা কিবা।
নাগাল্যান্ডের ডিমাপুর জেলায় তাঁর বিয়ে হয়। শনিবার, ৯ নভেম্বরের বিয়ের রিসেপশনে কিবা ও তাঁর স্ত্রী বন্দুক হাতে অতিথি অভ্যাগতদের সামনে পোজ দেন। সেখানেই ছবিগুলি তোলা হয়। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।কিবা নিজেও নাগাল্যান্ডের একজন প্রভাবশালীজঙ্গি নেতা। ২০১২ সালে এক সাংবাদিককে প্রাণে মারার হুমকি দিয়ে বিতর্ক তৈরি করেন।