Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Viral

পরিবারকে রক্ষা করতে আট মাসের গর্ভবতী মহিলা রাইফেল দিয়ে গুলি করে মারলেন দুষ্কৃতীকে

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
টালাহাসি, মার্কিন যুক্তরাষ্ট্র শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ১৩:১৫
Share: Save:

স্বামী, মেয়েকে বাঁচাতে অ্যাধুনিক অ্যাসল্ট রাইফেল চালিয়ে এক দুষ্কৃতীকে গুলি করে মারলেন মার্কিন যুক্তরাষ্ট্রেফ্লোরিডার এক মহিলা। ঘরের জানালা ভেঙে দুই সশস্ত্র দুষ্কৃতী ঢুকে পড়ে বাড়িতে। মারধর করা হয় মহিলা স্বামীকে। এমনকি তাঁদের মেয়ের মাথায় বন্দুক ধরা হয়। পালানোর সয়ম তাদের দিকে গুলি চালান মহিলা। তাতেই এক দুষ্কৃতীর মৃত্যু হয়।

ফ্লোরিডায় লিথিয়া-র ওল্ড ওয়েলকাম রোডে নিজের বাড়িতে স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলেন জেরিমি কিং। জেরিমির স্ত্রী আট মাসের গর্ভবতী।গত সপ্তাহে বুধবার রাত ৯টা নাগাদ তাঁদের বাড়িতে ঢুকে পড়ে দুই সশস্ত্র দুষ্কৃতী। দু’জনের হাতেই ছিল দুটি সাধারণ পিস্তল। তারা জেরিমিকে মারধর করে। জেরিমির ১১ বছরের মেয়ের দিকে বন্দুক তাক করে। জেরেমির স্ত্রী বার বারবলছিলেন তাঁদের দেওয়ার মতো কিছু নেই। কিন্তু দুষ্কৃতীরা বার বার বলছিল, যা আছে দিয়ে দিন।

লুঠপাট চালিয়ে তারা পিছনের দরজা দিয়ে পালাতে যায়। তখনও জেরিমি ও তার মেয়ের দিকে বন্দুক তাক করা ছিল। তারই ফাঁকে জেরিমির স্ত্রী ভিতরের ঘরে ঢুকে নিয়ে আসেনলাইট ওয়েট সেমিঅটোমেটিক রাইফেল এআর-১৫।

আরও পড়ুন: প্রকাশ্যে এল অ্যাস্টন মার্টিনের প্রথম চোখ ধাঁধানো মোটরবাইক, জেনে নিন দাম

বন্দুক নিয়ে বসার ঘরে ফিরে এসেই দুষ্কৃতীদের দিকে গুলি চালাতে শুরু করেন জেরিমির স্ত্রী। রাইফেল দেখেই পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। তাদের মধ্যে একজনের বেশ কয়েকটি গুলি লাগে। দু’জনেই সেখান থেকে তখন পালিয়ে গেলেও পরে তাদের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজন এখনও অধরা।

আরও পড়ুন: নুড প্যান্টসুটে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন অনুষ্ঠানে করিনা কপূর

জেরিমির নাকে, চোখে আঘাত লেগেছে। মোট ২০টি সেলাই করতে হয়েছে। জেরিমি বা তাঁর স্ত্রী কেউই দুষ্কৃতীদের চেনেন না বলে জানিয়েছেন। তবে তাঁদের ধারণা, হঠাত্ করেই এই আক্রমণ হয়নি, তাঁদের ‘টার্গেট’ করা হয়েছিল। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।

দেখুন পুলিশে বক্তব্য:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Pregnant Rifle USA Florida
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE