WATCH: Doctor from Mumbai dances in PPE kit, Video goes viral dgtl
চাপের মধ্যেও পিপিই পরে নাচছেন চিকিৎসক, ভাইরাল ভিডিয়ো
এত চাপের মধ্যেও যে ভাল থাকা যায়, তাই দেখিয়ে দিলেন চিকিৎসক রিচা নেগি। তাঁর পিপিই পরে একটি নাচ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২০ ১৪:২০
রিচা নেগি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
গোটা বিশ্বে মনে হয় এখন সব থেকে বেশি চাপে যাঁরা রয়েছেন, তাঁরা চিকিৎসক। সাধারণ মানুষ সাবধানে থাকলে করোনা ভাইরাসের ছোঁয়া এড়াতে পারেন। কিন্তু, যাঁদের প্রতিনিয়ত করোনা ভাইরাসের সংস্পর্শে যেত হয় সেই চিকিৎসকরা চূড়ান্ত সতর্ক না থাকলে বিপদ পদে পদে। এত চাপের মধ্যেও যে ভাল থাকা যায়, তাই দেখিয়ে দিলেন চিকিৎসক রিচা নেগি। তাঁর পিপিই পরে একটি নাচ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রিচা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলেই এই নাচের ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, হিন্দি ফিল্ম স্ট্রিট ড্যান্সের ‘গরমি’ গানে নাচতে দেখা যাচ্ছে। এই কঠিন সময়ে কী ভাবে ভাল থাকতে হয়, তা দেখিয়ে দিলেন রিচা।
তবে রিচার ইনস্টাগ্রাম হ্যান্ডলে এটিই এক মাত্র নাচের ভিডিয়ো নয়। বিভিন্ন সময় এই চিকিৎসক নাচের ভিডিয়ো আপলোড করেন। একটু একটু করে বাড়তে বাড়তে আজ এই চিকিৎসকের ফলোয়ার সংখ্যা অনেক সেলিব্রিটিকেও হারিয়ে দিতে পারে। ইনস্টাগ্রামে ৬৫ হাজারের বেশি ফলোয়ার রিচার।
রিচার প্রতিটি পোস্টে হাজার হাজার লাইক পড়ে। তবে পিপিই পরে নাচের ভিডিয়ো সব থেকে বেশি ভালবাসা পেয়েছে তাঁর ফলোয়ারদের কাছে। প্রসঙ্গত, রিচার ইনস্টাগ্রাম প্রোফাইলে লোকেশন দেওয়া নেই। কিন্তু পোস্টগুলির লোকেশনে মুম্বই, মহারাষ্ট্র উল্লেখ রয়েছে।