ঘুমিয়ে থাকা স্বামীর গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ছিঁটিয়ে দেন লঙ্কার গুঁড়োও। সারা শরীরে জ্বালা করতে থাকায় চিৎকার করে ওঠেন স্বামী। তখন লোক জানাজানি হওয়ার ভয়ে স্বামীকে শাসিয়ে স্ত্রী বলেন, “চিৎকার করলে গায়ে আরও গরম তেল ঢেলে দেব।” দক্ষিণ দিল্লির ওই ঘটনায় ইতিমধ্যে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবরের ভোরে। দক্ষিণ দিল্লির মদনগির এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন দীনেশ। পরিবার বলতে স্ত্রী এবং কন্যা। আগের রাতে একটু দেরি করেই কাজ থেকে ফিরেছিলেন তিনি। বাড়ি ফেরার পরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ভোর সাড়ে ৩টে নাগাদ আচমকাই গায়ে তীব্র জ্বালায় ঘুম ভেঙে যায় তাঁর। দীনেশ দেখেন তাঁর মুখের সামনে স্ত্রী দাঁড়িয়ে আছেন। দীনেশের সারা গায়ে গরম তেল ঢেলে দিচ্ছিলেন তিনি। শরীরে জ্বলে যাওয়া অংশে লঙ্কার গুঁড়োও ছেঁটাচ্ছিলেন।
প্রচণ্ড যন্ত্রণায় দীনেশ চিৎকার করতে থাকলে সেই অবস্থাতেই স্বামীকে শাসানি দেন স্ত্রী। বলেন, “চিৎকার করলে আরও গরম তেল ঢেলে দেব গায়ে।” কিন্তু তাতে স্বামীর চিৎকার থামেনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায়। বাড়ির মালিক এবং অন্য ভাড়াটিয়ারাও চলে আসেন তাঁদের ঘরের সামনে। ঘরের দরজা তখন বন্ধই ছিল। অনেক ধাক্কাধাক্কির পরে স্ত্রী দরজা খুলে দেন। স্ত্রী গায়ে কী ভাবে গরম তেল পড়ল, কী হয়েছে, সে সব কথা ওঠার আগেই স্ত্রী সকলকে জানান, তিনি স্বামীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কিন্তু স্বামীকে নিয়ে বাড়ি থেকে বেরোতেই তাঁকে একা ফেলে অন্য দিকে এগোতে থাকেন মহিলা। তা দেখে বাড়ির মালিকের সন্দেহ হয় এবং তিনিই পরে দীনেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন:
দিল্লির সফদরগঞ্জ হাসপাতালের আইসিইউতে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন দীনেশ। পরে পুলিশ খোঁজখবর নিতে এলে, তিনিই ঘটনার কথা জানান পুলিশকে। দীনেশ পুলিশকে জানান, প্রায় আট বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। কিন্তু বৈবাহিক জীবনে প্রায়শই বিভিন্ন কারণে অশান্তি লেগে থাকত। দু’বছর আগে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছিলেন স্ত্রী। যদিও পরে বিষয়টি মিটমাট হয়ে যায়। দীনেশের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে স্ত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই মহিলাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।