ডাইনি অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে মাথা কেটে খুনের অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। ঝাড়খণ্ডের দেওঘর জেলার মধুপুর মহকুমায় ওই খুনের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
পুলিশ সূত্রে বুধবার জানা গিয়েছে, মিস্রানা গ্রামের অদূরে গৌরী পাহাড়ের কাছে পাথরের খনি থেকে পুলিশ নিহতের মুণ্ডহীন দেহটি উদ্ধার করেছে। তবে কাটা মাথার সন্ধান এখনও মেলেনি। মধুপুরের মহকুমা পুলিশ আধিকারিক সত্যেন্দ্র প্রসাদ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘৬৫ বছরের ওই বৃদ্ধাকে যাঁরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলেন, তাঁদের মধ্যে আট জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।’’
আরও পড়ুন:
অপহরণের পরে গৌরী পাহাড়ের পাথরের খনিতে নিয়ে গিয়ে ওই মহিলার শিরশ্ছেদ করা হয় বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তিনি বলেন, ‘‘তদন্তে জানা গিয়েছে, এর আগেও এক বার ওই বৃদ্ধাকে ডাইনি তকমা দিয়েছিলেন কিছু গ্রামবাসী।’’ তাঁর দাবি, প্রকৃত শিক্ষার আর সচেতনতার অভাবেই যে এখনও প্রত্যন্ত গ্রামগুলির বাসিন্দাদের একাংশের মধ্যে ডাইনি সংক্রান্ত কুসংস্কার রয়েছে।