প্রাক্তন প্রেমিককে ‘জব্দ’ করতে তাঁর বাড়িতে ১০০ পিৎজ়া পাঠিয়ে দিলেন তরুণী। সব পিৎজ়াই অনলাইনে অর্ডার করিয়েছিলেন। তার পর সেই পিৎজ়া প্রাক্তনের ঠিকানায় পাঠিয়ে দেন। শুধু তা-ই নয়, সমস্ত পিৎজ়ার দামও যাতে প্রাক্তনকে মেটাতে হয় তার ব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি।
ঘটনাটি হরিয়ানার গুরুগ্রামের। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণীর নাম আয়ুষী রাওয়ত। প্রাক্তন প্রেমিককে ‘উচিত শিক্ষা’ দিতে তিনি প্রেম দিবসকেই (ভ্যালেন্টাইন্স ডে) বেছে নেন। অনলাইনে পিৎজ়া অর্ডার করেন। ‘ক্যাশ অন ডেলিভারি’ করে সেটি প্রাক্তন প্রেমিক যশ সাঙ্ঘভির ঠিকানায় পাঠিয়ে দেন।
সাঙ্ঘভির বাড়ির সামনে ১০০টি পিৎজ়া নিয়ে হাজির হয়েছিলেন খাবার সরবরাহকারী সংস্থার এক কর্মী। তাঁর বাড়ির সামনে এতগুলি পিৎজ়ার বাক্স দেখে স্থানীয়দের অনেকেই হতবাক হয়ে যান। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তবে এই ঘটনা নিয়ে অনেকেই অনেক রকম মতামত দিয়েছেন। কেউ এটাকে সম্পর্ক ভাঙার ‘প্রতিশোধ’ বলছেন, কেউ আবার পুরোটাই চমক বলে দাবি করেছেন। অনেকে আবার বলেছেন, এত বিপুল পরিমাণের বরাত ‘ক্যাশ অন ডেলিভারি’ হয় না। তবে চমক হোক বা সত্যি ঘটনা, বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে।