যুবতী হওয়ার ইচ্ছে হয়েছিল যুবকের। তবে চিকিৎসকদের কাছে না গিয়ে ঘরে বসে নিজেই নিজের ‘অস্ত্রোপচার’ করেছিলেন বছর কুড়ির এক যুবক। ব্যর্থ হয়ে শেষমেষ তাঁর গন্তব্য হল হাসপাতাল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা।
লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার সম্পর্কে জানতে তিনি বিভিন্ন ভিডিয়ো দেখতেন। পাশাপাশি স্থানীয় এক চিকিৎসকের সঙ্গেও ‘আলোচনা’ করতেন। মঙ্গলবার নিজেই ‘অ্যানাসথেসিয়া’ করে তিনি ‘অস্ত্রোপচার’ করেন। সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে রক্ত বার হতে থাকে। এক সময়ে ‘অ্যানাসথেসিয়া’-র প্রভাব শেষ হলে যন্ত্রণা অনুভব করতে শুরু করেন যুবক। অবশেষে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাড়ির মালিকের কাছে সাহায্য চান ওই যুবক। তাঁকে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই হাসপাতাল থেকে রেফার করা হয় অন্য হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন জখম তরুণ।
আরও পড়ুন:
চিকিৎসকেরা জানাচ্ছেন, ১৪ বছর বয়স থেকেই যুবকের ইচ্ছে ছিল যুবতী হয়ে ওঠার। তাই লিঙ্গ পরিবর্তন করে তিনি মহিলার মতো করে জীবন ধারণ করতে চেয়েছিলেন। তবে নিজেই ‘চিকিৎসক’ হতে গিয়ে বিপত্তি বাধিয়ে ফেলেছিলেন। তবে আপাতত ওই যুবকের অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, জখম যুবকের বাড়ি আমেঠিতে। কৃষক-পুত্র ওই যুবক ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়াগরাজে থাকতেন। হাসপাতাল সূত্রে খবর, যুবকের কাউন্সেলিং করবেন মনোরোগ বিশেষজ্ঞেরা। তাঁকে জানানো হবে লিঙ্গ পরিবর্তন করার জন্য চিকিৎসাবিজ্ঞানে কী কী উপায় আছে।