Advertisement
০৭ মে ২০২৪
Wine

মহাকাশে পাঠানো হল ১২টি ওয়াইনের বোতল! কিন্তু কেন?

গুণগত মান বৃদ্ধির জন্য তৈরির পর দীর্ঘদিন ওয়াইন সংরক্ষণ করে রাখা হয়। একেই বলে ওয়াইনের এজিং।

কন্টেনারে ভরে মহাকাশে পাঠানো হল ওয়াইন। ছবি-এপি।

কন্টেনারে ভরে মহাকাশে পাঠানো হল ওয়াইন। ছবি-এপি।

সংবাদ সংস্থা
ভার্জিনিয়া শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ১৮:১৫
Share: Save:

উৎকৃষ্টমানের ফরাসি ওয়াইন ভর্তি ১২টি বোতল সম্প্রতি পাঠানো হয়েছে মহাকাশে।

গুণগত মান বৃদ্ধির জন্য তৈরির পর দীর্ঘদিন ওয়াইন সংরক্ষণ করে রাখা হয়। একেই বলে ওয়াইনের এজিং। মহাকাশের বিকিরণ ও ভারশূন্য অবস্থা ওয়াইনের ‘এজিং’ পদ্ধতির উপর কী প্রভাব ফেলে তা জানার জন্যই স্পেস স্টেশনে পাঠানো হয়েছে মদের বোতলগুলি। পৃথিবীতে এজিংয়ের সঙ্গে মহাকাশে এজিংয়ের কী তারতম্য পার্থক্য, মূলত তা জানার জন্যই এই উদ্যোগ গবেষকদের। এক বছর পর সে গুলিকে ফিরিয়ে আনা হবে মহাকাশ থেকে।

ফরাসি ওয়াইনের সেই বোতলগুলিকে ধাতুর কন্টেনারে ভরে পাঠানো হয়েছে আমেরিকার ভার্জিনিয়া থেকে। গত সোমবার সেই বোতলগুলি পৌঁছেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। লুক্সেমবার্গের একটি স্টার্ট আপ সংস্থা স্পেস কারগো আনলিমিটেড। তাদের উদ্যোগেই চলছে এই গবেষণা। এই সংস্থার সঙ্গে এ বিষয়ে যৌথভাবে কাজ করছে ফ্রান্স, জার্মানি ও বাভারিয়ার একটি করে বিশ্ববিদ্যালয়ও।

আরও পড়ুন: মানুষের কানে বাসা বেঁধেছে আরশোলার একটা পরিবার!

আরও পড়ুন: বাড়ি ফিরে সঙ্গিনীকে অন্য পুরুষের সঙ্গে দেখে প্রবল মারামারি! দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wine Space Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE